মহাখালীর কাঁচাবাজার ভবন হতে যাচ্ছে জেনারেল হাসপাতাল!

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২, ২০২২, ০৭:৫০ পিএম

মহাখালীর কাঁচাবাজার ভবন হতে যাচ্ছে জেনারেল হাসপাতাল!

মহাখালীর ডেডিকেটেড কোভিড হাসপাতালটিকে জেনারেল হাসপাতালে রুপান্তরের পরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশনডিএনসিসি। এখন শুধু সরকারি অনুমোদনের অপেক্ষা। যে ভবনটিতে ওই হাসপাতালটি করা হবে, সেটি মূলত মহাখালী কাঁচা বাজারের জন্য নির্মান করা হয়েছিল। ভবনটি কাঁচা বাজারের উপযোগী না হওয়ায় এবং কারওয়ান বাজারের ব্যবসায়ীরা এখানে আসার ব্যাপারে সাড়া না দেওয়ায় ভবনটি কোভিড হাসপাতালে রুপান্তর করা হয়। সেটিই এখন জেনারেল হাসপাতালে রুপান্তরের পরিকল্পনা চলছে।

ডিএনসিসি সূত্রে জানা যায়, কারওয়ান বাজার সরানোর জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রাজধানীর মহাখালীতে সাত বিঘা জমির উপর ওই ভবন নির্মান করে। ওই ভবনে ১৫৩টি দোকান বরাদ্ধও দেওয়া হয়। কিন্তু দোকানদারেরা কারওয়ান বাজার থেকে সেখানে আসতে না চাইলে ২০২০ সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ভবনটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আদলে একটি আধুনিক জেনারেল হাসপাতাল তৈরির পরিকল্পনা করেন। সে সময় করোনা পরিস্থতিও খারাপ হতে শুরু করে। সময় ভবনটি ডিএনসিসি কোভিড হাসপাতাল হিসেবে রুপান্তর করে। তবে এখন কোভিড পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় চলে আসায় এটিকে আধুনিক জেনারেল হাসপাতালে রূপান্তরের জন্য আবারো নতুন করে পরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, ‘সিটি কর্পোরেশনের দায়িত্ব নাগরিককে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়া। সেই আঙ্গিকে আমরা জেনারেল হাসপাতাল তৈরির পরিকল্পনা করেছি। আমরা সরকারকে প্রস্তাবনা দিয়েছি যে আমরা এই হাসপাতালকে একটি স্বায়ত্তশাসিত জেনারেল হাসপাতালে রুপান্তর করতে চাই। প্রকল্পটি এই মুহুর্তে পক্রিয়াধীন অবস্থায় রয়েছে। সরকারের কাছ থেকে আমরা অনুমোদন পেলেই খুব দ্রুত আমরা প্রকল্প বাস্তবায়ন করতে পারবো।

কী কী ধরনের সুযোগ-সুবিধা থাকবে এই জেনারেল হাসপাতালে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা নাগরিকদের জন্য মেডিসিন বিভাগ, সার্জারি বিভাগ, অর্থপেডিক বিভাগ, গাইনি বিভাগসহ সকল ধরনের সুযোগ-সুবিধা রাখতেছি এখানে। অর্থাৎ নাগরিকরা যেনো এখানে এসে একটা ভালো মানের সেবা নিয়ে যেতে পারে।

হাসপাতালের নিয়োগ-প্রক্রিয়া বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘এই বিষয় এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অনুমোদন পেলে আমরা এই বিষয়েও সিদ্ধান্ত নেবো

১৩শ বেডের এই হাসপাতালে থাকবে সেন্ট্রাল অক্সিজেন, প্রতি বেডের সাথে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা। এছাড়াও থাকবে ২২০টি আইসিউ রুম এসডিউ বেড। ডিএনসিসির দাবি, দেশের আর কোন হাসপাতালে এতো আইসিউ বেড নেই।

তবে এই জেনারেল হাসপাতালে রুপান্তরের বিষয় কিছু জানেন না বলে জানালেন ডিএনসিসি কোভিড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কে এম শফিকুর রহমান। তিনি দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, ‘ডিএনসিসির কোভিড হাসপাতাল জেনারেলে হাসপাতালে রূপান্তরের বিষয়ে আমি কিছু জানি না। এই ধরনের কোন তথ্যও আমার কাছে আসেনি।

ডিএনসিসি জেনারেল হাসপাতাল করার উদ্যোগটি প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা। তিনি দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, ‘আমরা ডিএনসিসি কোভিড হাসপাতালকে অত্যাধুনিক জেনারেল হাসপাতালে রূপান্তর করবো। প্রকল্পের উদ্যোগটি একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে। সরকারের অনুমোদন পাওয়ার পর প্রকল্পের ডিজাইন চূড়ান্ত করা হবে

তবে সরকারি অনুমোদনের বিষয় কথা বলার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের সাথে একাধিকবার তার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

Link copied!