করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামী ১৫ আগস্টের মধ্যে কোভেক্সের আওতায় ও চীন থেকে আরও ৫৪ লাখ করোনার টিকা আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।নিয়মিত টিকা কার্যক্রমের বাইরে গণটিকা কর্মসূচিতে এখন পর্যন্ত ৩০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৯-১০ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে কোভ্যাক্স থেকে আরও ৩৪ লাখ করোনার টিকা আসবে। চীন থেকে কেনা ১০ লাখ টিকা আসবে, তারা আরও ১০ লাখ টিকা আমাদের উপহার হিসেবে দেবে। সবমিলিয়ে ৫৪ লাখ টিকা আগামী ১৫ তারিখের মধ্যে আমরা পেয়ে যাব।’ এতে আমাদের টিকাদান কার্যক্রমের গতি অব্যাহত রাখতে পারব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চীন থেকে আরও ছয় কোটি টিকা কেনার ব্যাপারে প্রধানমন্ত্রী সায় দিয়েছেন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন সরকারও অনুমোদন দিয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) থেকে অনুমোদন পেলে চুক্তি হবে।’
তিনি বলেন, ‘এর মধ্যে সেপ্টেম্বরে আসবে ১ কোটি পাঁচ লাখ, অক্টোবরে আসবে ২ কোটি এবং নভেম্বরে আসবে ২ কোটি টিকা।’
টিকার সংকট হবে না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে টিকাদানের কার্যক্রম চলমান থাকবে। গ্রামাঞ্চলের বয়স্করা টিকা কার্যক্রমে অগ্রাধিকার পাবেন। দেশে বয়স্কদের মৃত্যুর হার ৯০ শতাংশ। তাই তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।