রাশিয়া থেকে গম ও সার আমদানি চূড়ান্ত

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৫, ২০২২, ০৮:০৫ এএম

রাশিয়া থেকে গম ও সার আমদানি চূড়ান্ত

গত মাসে ভারত গম রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের পর সরকারি চুক্তিতে রাশিয়ার কাছ থেকে গম আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ। এ সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পথে। প্রাথমিকভাবে ওই দেশ থেকে সাড়ে তিন লাখ টন গম কিনবে বাংলাদেশ। আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে চুক্তি চূড়ান্ত হবে।

প্রথম আলোর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এর আগে দুপুরে ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার মান্টিটস্কি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, রাশিয়া থেকে সরকারি পর্যায়ে গম ও সার আমদানির বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা হচ্ছে। প্রাথমিকভাবে সাড়ে তিন লাখ টন গম ও এক লাখ টনের বেশি পটাশ সার পাঠানো হবে।

বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক রাশিয়ার সঙ্গে গম সরবরাহের চুক্তির ফলে বাংলাদেশ বিশ্বব্যাপী বেড়ে যাওয়ার দামের চেয়ে কিছুটা কম মূল্যে নিজেদের প্রয়োজন মেটাতে পারবে।

গতকাল বুধবার সন্ধ্যায় মস্কো থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান জানান, বৈশ্বিক খাদ্যসংকট নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। সে কারণে ইউক্রেন থেকে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে রাশিয়া উদ্যোগ নিয়েছে। তবে বৈশ্বিক অর্থনৈতিক সংকটে রাশিয়ার কোনো দায় নেই। কেননা, রাশিয়া কোনো ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়নি। ইউরোপ ও যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। তাই এই সংকটের জন্য আপনারা রাশিয়ার ওপর দায় চাপাবেন না।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, গতকাল মস্কোয় রাশিয়া থেকে গম ও সার কেনার বিষয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। মূলত পণ্যের দাম ও প্রক্রিয়া নিয়ে তারা আলোচনা করেন।

রাষ্ট্রদূত কামরুল আহসান বলেন, রাশিয়ার খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বুধবারের বৈঠকে গম কেনার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে চুক্তি সইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। চুক্তি সইয়ের পর ঋণপত্র খোলা থেকে ৪৫ দিনের মধ্যে বাংলাদেশ গম আমদানি করবে। তিনি জানান, রুশ কর্মকর্তাদের সঙ্গে বুধবারের বৈঠকে সার আমদানির বিষয়েও আলোচনায় অগ্রগতি হয়েছে। খুব শিগগিরই এক লাখ টনের বেশি সার আমদানির বিষয়টি চূড়ান্ত হতে যাচ্ছে।

Link copied!