রোজগারের সমীকরণে রাজধানী ছাড়ার হিড়িক

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৬, ২০২১, ০৪:৫৬ পিএম

রোজগারের সমীকরণে রাজধানী ছাড়ার হিড়িক

বিভিন্ন বিধিনিষেধ মেনে ‘লকডাউন’ চললেও আগামী সোমবার (২৮ জুন) থেকে শুরু হচ্ছে ‘কঠোর লকডাউন’। এ ‘লকডাউনে’ সবকিছু বন্ধের খবরে আগাম ঢাকা ছাড়তে শুরু করেছেন অসংখ্য মানুষ। তাদের মতে, আয়-রোজগার সংকটের শঙ্কায় বাড়ি ফিরছেন তারা।

মোটরসাইকেল ও মাইক্রোবাসই ভরসা

রাজধানীর গাবতলী, যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায় সরেজমিনে দেখা যায় দূরপাল্লার বাস না থাকায় মোটরসাইকেল, মাইক্রোবাস ও সিএনজিতে করেই ঢাকা ছাড়ছেন যাত্রীরা।যাত্রাবাড়ী মোটরসাইকেল ও মাইক্রোবাসে ঢাকা থেকে অনেক যাত্রীই কুমিল্লা, চাঁদপুর ও চট্টগ্রামে যাচ্ছেন। মোটরসাইকেল বা মাইক্রোবাসে একইভাবে কুমিল্লা ও এর আশপাশের এলাকা থেকে ঢাকায় ঢুকছেন। কুমিল্লা পর্যন্ত সবার কাছে ৬০০ টাকা করে নিচ্ছে। আর কুমিল্লা থেকে গাড়ি পরিবর্তন করে চট্টগ্রাম যাওয়া যাবে। এতে আরও ২০০ থেকে ৩০০ টাকা খরচ হতে পারে। ঢাকা থেকে কুমিল্লায় অনেককেই মোটরসাইকেল ভাড়া করেও যেতে দেখা গিয়েছে। বিশেষ করে যাঁরা চাঁদপুর দিকে যাচ্ছিলেন, তাঁরা মোটরসাইকেলে প্রথমে কুমিল্লায় যান। আর এতে খরচ পড়ে ৭০০ থেকে ৮০০ টাকা। 

Bike 2

ভোগান্তির যাত্রায় মোটরসাইকেল সহজ উপায়।

এদিকে মাওয়া ঘাটে মোটরসাইলকেলে জনপ্রতি ৪০০-৫০০ ও মাইক্রেবাসে ৩০০ টাকা ভাড়া গুণতে হচ্ছে। গাবতলী থেকে পাটওয়ারী ঘাটে মোটরসাইকেলে ৪০০ ও মাইক্রোবাসে ২৫০ থেকে ৩০০ টাকা করে নেয়া হচ্ছে।

বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা

লকডাউনে সবচেয়ে বেশি সমস্যার পড়েছে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীরা। নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বিধায় সাংসারিক খরচ কমাতে অনেকেই ছুটছে নিজ গ্রামে। গাবতলী থেকে ফরিদপুরগামী ব্যবসায়ী মাহবুবুর রহমান বলেন, আমার ছোট একটা দোকান রয়েছে। লকডাউনে বন্ধ রাখার কারনে বউ ও বাচ্চা আপাতত বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। 

লকডাউনে শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য আয়ের পথ বন্ধ থাকায় অনেক শিক্ষার্থীও ছাড়ছে রাজধানী। সোহানুর রহমান নামে এক শিক্ষার্থী জানান, ভেবেছিলাম করোনা পরিস্থিতির উন্নতি হবে। এজন্য ঢাকা আসলেও আবার লকডাউনে পার্ট টাইম আয়ের পথ বন্ধ। তাই বাধ্য হয়েই বাড়ি ফিরতে হচ্ছে।

সোমবার থেকে কঠোর লকডাউন শুরু হওয়ার আগেই নাসিমুল ইসলাম গ্রামের বাড়ি চট্টগ্রাম ফিরতে চান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী তাই সকালে এসেছিলেন যাত্রাবাড়ীতে। এসে জানতে পারেন, মাইক্রোবাসে চট্টগ্রাম ফেরার ব্যবস্থা আছে। তবে সরাসরি চট্টগ্রাম পর্যন্ত মাইক্রোবাস পাওয়া যাচ্ছে না। প্রথমে কুমিল্লা পর্যন্ত যেতে হবে, তারপর আবার কুমিল্লা থেকে চট্টগ্রাম যাওয়ার ব্যবস্থা রয়েছে।

রাজধানী জুড়ে যানজট

গ্রামমুখী হওয়ার কারনে রাজধানীজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। মূলত ঢাকার সকল প্রবেশদ্বারগুলোর উদ্দেশ্যেই ছিল যাত্রীদের গন্তব্য। যার ফলে শহরতলী বাসগুলোর চলাচল বৃদ্ধি পেয়েছে এই সকল প্রবেশদ্বারে। এতে প্রবেশদ্বারের আগেই গাড়ি চলাফেরা বৃদ্ধি পাওয়ায় যানজট বৃদ্ধি পেয়েছে। 

Traffic
সারা ঢাকাজুড়েই তীব্র যানজট ছিল।

৩০ জুন পর্যন্ত লকডাউন

গত মঙ্গলবার থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ঢাকাকে সারা দেশ থেকে নয় দিনের জন্য বিচ্ছিন্ন করা হয়েছে। এ জন্য আশপাশের কয়েকটি জেলাসহ দেশের মোট সাতটি জেলায় সার্বিক কার্যাবলি ও চলাচল (জনসাধারণের চলাচলসহ) ৩০ জুন মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে। এ ছাড়া সারা দেশে দূরপাল্লার বাস ও সকল রেলসেবা বন্ধ রয়েছে।

Link copied!