ফেব্রুয়ারি ৭, ২০২১, ১১:০৬ পিএম
মিয়ানমারের নাগরিকদের নিজ মাতৃভূমিতে প্রত্যাবর্তনই রোহিঙ্গা সঙ্কটের একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান। এছাড়া রোহিঙ্গা সঙ্কট সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে বলেও তিনি জানান।
রবিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে নিজ দেশের পক্ষ থেকে এসব তথ্য তুলে ধরেন তুরস্কের এ নবনিযুক্ত রাষ্ট্রদূত। পরে এ বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।
রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান বলেন, তার দেশের অনেক ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠন বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। তুরস্কের একটি ব্যবসায়ী সংগঠন এলপিজি খাতে বাংলাদেশে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশের বিষয়ে তুরস্কের বিনিয়োগকারীদের এই আগ্রহের কথা জেনে প্রধানমন্ত্রী বৈঠকে সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রদূতের মাধ্যমে তুরস্কের প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে তুর্কি ফাস্ট লেডির কক্সবাজার ক্যাম্প পরিদর্শনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।