ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ২ হাজার ৩৬৬টি মামলা করেছে।
সোমবার (৫ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (৪ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ৪টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৪৯টি মোটরসাইকেলসহ মোট ১৩২টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ৮টি বাস, ৭টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ১৭৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২টি বাস, ৩টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৮৭টি সিএনজি ও ১৪৮টি মোটরসাইকেলসহ মোট ৩১০টি মামলা করা হয়।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ১০৬টি বাস, ৫৪টি ট্রাক, ৪৯টি কাভার্ডভ্যান, ৮৩টি সিএনজি ও ২০৪টি মোটরসাইকেলসহ সর্বাধিক ৬০২টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫টি বাস, ৫টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ২৫৪টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ৩০টি বাস, ১৬টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ২১৭টি মোটরসাইকেলসহ মোট ৩৯৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৬টি বাস, ১১টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৪৩টি সিএনজি ও ৯৭টি মোটরসাইকেলসহ মোট ৩২১টি মামলা করা হয়।
এ ছাড়া ট্রাফিক-গুলশান বিভাগে ২২টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৬০টি মোটরসাইকেলসহ মোট ১৬৯টি মামলা হয়েছে।
অভিযানকালে মোট ৩৭৮টি যানবাহন ডাম্পিং এবং ২০৩টি যানবাহন রেকার করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।