ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ মঙ্গলবার ভোট গ্রহণ শুরু হয় সকাল ৯টায় এবং নির্ধারিত সময় বিকাল ৩টায় শেষ হওয়ার কথা থাকলেও, ভোটকেন্দ্রে লাইন থাকায় অধিকাংশ কেন্দ্রে ভোটগ্রহণ চলেছে বিকাল পৌনে ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬,৪৪৫ জন, যার মধ্যে নারী ভোটার ৮,৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮,১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী রয়েছেন ১৯০ জন।
ভোটগ্রহণের জন্য মোট ৩৯টি কেন্দ্র স্থাপন করা হয়, যেখানে ১৭৮টি বুথ রয়েছে। কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি কেন্দ্র এবং হল সংসদের জন্য একটি আলাদা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।