সালিশের রায় নিয়ে হত্যাকাণ্ডের শিকার যুবলীগ নেতা পারভেজ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২, ২০২২, ০৬:৫০ পিএম

সালিশের রায় নিয়ে হত্যাকাণ্ডের শিকার যুবলীগ নেতা পারভেজ

একটি ঘটনাকে কেন্দ্র করে সালিস ডাকা ও সেখানে বিপক্ষে রায় দেওয়ায় হত্যাকাণ্ডের শিকার হন ময়মনসিংহ মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি পারভেজ (৩০)। হত্যাকাণ্ডটি ঘটান স্থানীয় যুবক দিলিপ ও তার সহযোগীরা। তাদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ করছে পুলিশ।

 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ শনিবার (২ জুলাই) এসব তথ্য জানান। দুপুরে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও জানান, হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ওসি জানান, গত পরশু (বৃহস্পতিবার) কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বিরোধ বাধে দিলিপ ও তার সহযোগীদের মধ্যে। পরে বিষয়টি সমাধানের জন্য সামাজিকভাবে সালিস করেন যুবলীগ নেতা পারভেজ। ঘটনাটি কী ছিল, সে ব্যাপারে কিছু জানাতে না পারলেও ওসি বলেন, ধারণা করা হচ্ছে কোনো বে-ফাঁস মন্তব্য নিয়ে স্থানীয়দের সঙ্গে ঝামেলা পাকিয়েছিলেন দিলিপ।

যুবলীগ নেতা পারভেজ মহানগরীর সাবেক ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। মৃত্যুর আগে তিনি ২৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী হন।

ওসি কামাল আকন্দ বলেন, ওই সালিসের রায় দিলিপ ও তার সহযোগীদের বিরুদ্ধে যায়। এতে তারা ক্ষুব্ধ হয়। শুক্রবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার সময় দিলিপ ও তার সহযোগীরা পারভেজকে আটকায়। তাকে ছুরিকাঘাত ও কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়।

এ ঘটনার পর আহত অবস্থায় পারভেজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় এ যুবলীগ নেতার মৃত্যু হয়।

কোতোয়ালি মডেল থানার এ ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে জড়িতরা পলাতক। তাদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দ্রুতই খুনিরা ধরা পড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।

 

Link copied!