অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি প্রযোজক মোহাম্মদ রহমত উল্লাহর বিরুদ্ধে চাঁদা দাবি, হত্যার হুমকির অভিযোগে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের দায়ের করা মামলায় আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়েরের পর শাকিব খানের জবানবন্দি গ্রহণ করে প্রযোজক মোহাম্মদ রহমত উল্লাহকে আসছে ২৬ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেন বিচারক আরফাতুল রাকিব।
এর আগে, বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসে মামলা দায়ের করেন শাকিব খান।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন নির্মিতব্য ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি প্রযোজক রহমত উল্লাহ।
অস্ট্রেলিয়ায় নির্মিতব্য সিনেমায় অসদাচরণ, মিথ্যা আশ্বাস, ধর্ষণ এবং পেশাগত অবহেলার মাধ্যমে চলচ্চিত্রটির ক্ষতিসাধন, চলচ্চিত্রের শুটিং সম্পন্ন করতে অথবা লগ্নিকৃত অর্থ ফিরিয়ে দিতে রাজি না হওয়ায় নিরুপায় হয়ে নায়ক শাকিব খানের বিরুদ্ধে ওই অভিযোগ করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেন সিনেমাটির প্রযোজক।
এরই পরিপ্রেক্ষিতে,ওই প্রযোজকের নামে মানহানি মামলা করতে গুলশান থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি। মামলাটি আদালতে করার পরামর্শ দেয় পুলিশ। এসময় প্রায় দেড় ঘণ্টা থানার ভেতরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন শাকিব খান। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি অফিসে গেলে শাকিব খানকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।