ছোট পর্দার জমকালো ঈদ আয়োজনে শীর্ষ ৫ নাটক

শোবিজ ডেস্ক

মার্চ ২৯, ২০২৫, ০২:৪২ পিএম

ছোট পর্দার জমকালো ঈদ আয়োজনে শীর্ষ ৫ নাটক

ঈদুল ফিতর ২০২৫-এ বাংলা নাটক

ঈদ মানেই উৎসব, আর সেই উৎসবে বিনোদনের রঙ ছড়িয়ে দিতে এবারও ছোট পর্দায় আসছে একঝাঁক দুর্দান্ত নাটক। রোমান্টিক গল্প থেকে জীবনমুখী ও পারিবারিক নাটকের মিশেলে সাজানো হয়েছে এবারের আয়োজন। দর্শকদের চমক দিতে থাকছে থ্রিলার ও সিরিয়াস ড্রামার ছোঁয়াও। তবে সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে দর্শকদের প্রিয় তারকা জুটির অভিনয়।

এবারের ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শীর্ষ ৫টি নাটক সম্পর্কে জেনে নিই।

 

১. কোন এক বসন্ত বিকেল

জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ অভিনীত এই বিশেষ নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। কাজী মিডিয়া লিমিটেড প্রযোজিত নাটকটির রচনায় রয়েছেন রহমান মোস্তাফিজ পাভেল।

গল্পের শুরু স্নিগ্ধ এক সম্পর্কের মাধ্যমে হলেও ধীরে ধীরে হালকা হাস্যরসের আঙ্গিকে নাটকে যুক্ত হয় জীবনবোধ।

অপূর্ব-ফারিণ জুটির পাশাপাশি এখানে বিভিন্ন চরিত্রে দেখা যাবে নরেশ ভূঁইয়া, মাসুম বাশার ও বাশার বাপ্পীকে।

নাটকটি মুক্তি পাবে দীপ্ত টিভি ও দীপ্ত নাটক ইউটিউব প্ল্যাটফর্মে।

 

২. মেঘবালিকা

 ‍‍`মন দুয়ারী‍‍` নাটকের সাফল্যের পর ঈদে আবারও জুটি বাঁধছেন অপূর্ব ও নাজনীন নাহার নিহা। এই জুটিকে নিয়ে জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় আসছে নতুন নাটক ‍‍`মেঘবালিকা‍‍`

গল্পের প্রধান দুই চরিত্র আবিদ ও নায়লা। আবিদ নায়লার বড় ভাইয়ের বন্ধু। সেই সূত্রে নায়লার পরিবার আবিদকে নিজেদের পরিবারের একজন মনে করে। কিন্তু তাদের পারিবারিক সম্পর্কের টানাপোড়েন শুরু হয় যখন নায়লা আবিদের প্রেমে পড়ে।

 

 

৩. প্রিয় প্রিয়সিনী

ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী অভিনীত এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন।

গল্পে দেখা যায়, প্রবাসী ইকবাল বিয়ের জন্য ৩ মাসের ছুটি নিয়ে গ্রামে আসেন। তার পরিকল্পনা বিয়ের পর আবার বিদেশে ফিরে যাওয়া। কিন্তু গ্রামের কোনো পাত্রীপক্ষই এ বিষয়টি মেনে নিতে রাজি নয়। ইকবালও পিছু হটার পাত্র নন। তবে তার সব পরিকল্পনা ভেস্তে যায় শিল্পী নামের এক মেয়েকে দেখার পর।

 

৪. অ্যারেঞ্জ ম্যারেজ

তৌসিফ মাহবুব ও নাজনীন নাহার নিহাকে এবার ফ্রেমবন্দি করেছেন নন্দিত নির্মাতা শিহাব শাহীন। তার পরিচালনা ও চিত্রনাট্যে দেখা যাবে অ্যারেঞ্জ ম্যারেজ হওয়া পাত্র-পাত্রীর বিবাহোত্তর সমস্যা। সম্পূর্ণ অপরিচিত দুটি মানুষ সদ্য বিবাহের পর প্রাথমিকভাবে নানা জটিলতার সম্মুখীন হয়। এই মিথস্ক্রিয়াকে উপজীব্য করেই এগিয়ে যাবে কাহিনী।

নাটকে আরও অভিনয় করেছেন আয়েশা লাবণ্য ও মাসুম রিজওয়ান।

সিএমভি (সেন্ট্রাল মিউজিক ভিডিও)-এর ব্যানারে নাটকটি প্রযোজনা ও পরিবেশনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু।

 

৫. মাকড়সা

রেবেকা সুলতানা কেয়ার গল্পে নির্মিত এই নাটকটি হতে যাচ্ছে এবারের ঈদের এক ভিন্ন পরিবেশনা। নাটকের চিত্রনাট্য ও নির্দেশনায় আছেন রাগিব রাইহান পিয়াল।

এই নাটকে প্রথমবারের মতো একসঙ্গে জুটি হিসেবে কাজ করছেন সাবিলা নূর এবং শ্যামল মাওলা।     

      

 

 

Link copied!