‘বিএনপি নেতারা নিজেদের দুর্নীতি আড়াল করতেই দুদকে তথ্য দিয়েছেন’

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৩, ২০২২, ০৩:১৩ এএম

‘বিএনপি নেতারা নিজেদের দুর্নীতি আড়াল করতেই দুদকে তথ্য দিয়েছেন’

দুর্নীতি দমন কমিশনে (দুদক) গিয়ে বিএনপি নেতারা যে তথ্য দিয়েছেন তা নিজেদের দুর্নীতি ও ব্যর্থতা আড়ালের অপচেষ্টা মাত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কর্মী-সমর্থকদের রোষানল থেকে বাঁচতেই তারা দুর্নীতির তথ্য প্রদানের নামে নাটকীয়তার আশ্রয় নিচ্ছে বলেও তিনি জানান।

মঙ্গলবার সকালে সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

বিএনপির কথিত আন্দোলন আর অভ্যুত্থানের রঙিন খোয়াব ভেঙে যাওয়ায় জনগণের নজর এখন ভিন্ন দিকে নিতে চায় উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “কারা কর ফাঁকি দিয়ে ব্যবসা করে আবার দুর্নীতিবাজ নেতৃত্বের জন্য অবৈধ উপায়ে অর্থ প্রেরণ করছে- সব খবরই সরকারের কাছে আছে।এসব অপরাধীরা কেউই ছাড় পাবে না।”

বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, “নিজ দলের অপরাধী, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আপনাদের অবস্থান কী? সাহস থাকলে তাদের তালিকা দিন। বিদেশে বিলাসী জীবনের রসদ কোথা থেকে আসছে, তার হিসাব জমা দিন।” এসময় সর্ষের মধ্যে ভূত রেখে ভূত তাড়ানোর এসব লোক দেখানো অপপ্রয়াস অপরাজনীতিরই ধারাবাহিকতা মাত্র বলেও মন্তব্যে করেন তিনি।

আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দলের এমন মুখরোচক কথার নৈতিক মানদণ্ড নিয়ে মানুষ পরিহাস করে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “তারেক রহমানের পাচারকৃত ১২ কোটি টাকা আটক করেছিল যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস। আওয়ামী লীগ সরকার ২০১২ সালে সে টাকা দেশে ফেরত আনে। বাংলাদেশ কোর্টের রায়ের প্রেক্ষিতে ২০১৩ সালে সিঙ্গাপুর সরকার পাচারকৃত ৮ কোটি টাকা ফেরত দেয়।”

দুদক স্বাধীনভাবে কাজ করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “সরকারি দলের বিরুদ্ধেও দুদকের কাজ করতে কোনো বাধা ছিল না, এখনো নেই।” এসময় বিএনপির ভাইস চেয়ারম্যানসহ তাদের অনেক নেতার বিরুদ্ধে দুদকে যে তথ্য বা অভিযোগ আছে, সে ব্যাপারেও দুদক তদন্ত করে ব্যবস্থা নিবে বলে আশা করেন ওবায়দুল কাদের।

Link copied!