ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৪:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের অনলাইন ও অফলাইন মার্কেটে নকল প্রসাধনী ও স্কিনকেয়ার পণ্যের ছড়াছড়ি এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দিন দিন সাধারণ ভোক্তারা প্রতারিত হচ্ছেন, অথচ তারা টেরও পাচ্ছেন না যে তারা আসল পণ্যের নামে নকল কিছু ব্যবহার করছেন।
বাংলাদেশের বিউটি মার্কেটে নকল পণ্যের সমস্যা সমাধানে ক্লাসি মিসির মতো প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি শুধু প্রিমিয়াম প্রোডাক্টই নয়, সঠিক গাইডলাইনও সরবরাহ করে ক্রেতাদের সচেতন করছে বলে দাবি তাদের।
বাংলাদেশের বিউটি ইন্ডাস্ট্রিতে সমস্যাগুলোকে মূল লক্ষ্য রেখে ২০১৮ সাল থেকে কাজ করে যাচ্ছে ক্লাসি মিসি। ক্লাসি মিসির হাত ধরেই বাংলাদেশের এসেছে বেশ কয়েকটি ব্র্যান্ডের প্রোডাক্ট। যেমন The Ordinary, Paula’s choice, La Roche posay, Dr. V Bondi sands , Dr. paw paw, Estee Lauder, Glow Recipe, Grow Gorgeous, Good moleculas, Lansinoh , Mielle , Philip Kingsley , SK-ii , TATCHA , Umberto Giannini Vichy , The Inkey List প্রভৃতি জনপ্রিয় সব প্রিমিয়াম ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গুলো।
প্রতিষ্ঠানটির দাবি, ক্লাসি মিসির এক্সপার্ট টিম শুধুমাত্র এই প্রোডাক্টগুলো বাংলাদেশে পরিচয় করায়নি, বরং হাতে ধরে শিখিয়েছে কোনটা কিভাবে কোন কনসার্ন রেখে ইউজার ব্যবহার করবে সেটার পুরো গাইডলাইন্স।
স্কিন কেয়ারের একটি জনপ্রিয় কনসেপ্ট “বেসিক স্কিন কেয়ার”-এর সূচনাও ঘটে ক্লাসি মিসির উন্মুক্ত ফেসবুক গ্রুপ থেকে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।