ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৪:১২ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও অর্থনীতিবিদ আবুল বারাকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ঋণ দিয়ে ২৮৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে মামলায়। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটি উপ-পরিচালক মো. নাজমুল হুসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা, জাল-জালিয়াতির মাধ্যমে মিথ্যা রেকর্ড তৈরি করে জনতা পিএলসির ভবন শাখা থেকে ২৯৭ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ২৯৬ টাকা আত্মসাৎ করেছেন।