ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৩:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে ভারতের সাথে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে এ সিদ্ধান্তের সঠিকতা নিয়ে সংশয় তৈরি করেছে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা। মাত্র দুই রানেই দুই ব্যাটারকে হারিয়ে ধসের মুখে বাংলাদেশ লাইনআপ।
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস্ ট্রফির নবম আসরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হলো দুই দেশ। মোহাম্মদ শামির করা প্রথম ওভারের শেষ বলেই উইকেটের পেছনে ধরা পড়েন সৌম্য সরকার। পরের ওভারে শূন্য রানে ফিরে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুই ওভার শেষে মাত্র দুই রানে দুই উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ।
এর পর নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ। তানজিদ হাসান তামিমের সঙ্গে ইনিংস গড়ার দায়িত্ব ছিলো তার উপর। মিরাজ টিকলেন কেবল ১০ বল। ৭ম ওভারে মোহাম্মদ শামির শিকার হয়েছেন তিনি। শামির ফুলার লেন্থের বল ড্রাইভ করতে গিয়ে স্লিপে ধরা দেন ৫ রান করা মিরাজ। ২৫ রান করে দলীয় ৩৫ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। এরপর ব্যাটিংয়ে নেমে শূন্য রানেই আউট হন মুশফিকুর রহিম।
ম্যাচে বাংলাদেশের একাদশে আছেন নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
ভারতের হয়ে মাঠে নামছেন রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ভিরাট কোহলি, হার্ষিত রানা, হার্দিক পান্ডিয়া, আক্সার প্যাটেল, কুলদীপ ইয়াদভ, রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি।
ম্যাচের আগে আলোচনায় থাকলেও বাংলাদেশ দলে নেই নাহিদ রানা। এছাড়া, মাহমুদুল্লাহ রিয়াদও নেই একাদশে।