ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ১২:১২ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের নানা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলাপ হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে ট্রাম্প-মোদী বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।
বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘বাংলাদেশ ইস্যুতে দুই নেতার মধ্যে কথা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ যেসব ঘটনা ঘটেছে তা ভারত কীভাবে দেখছে সে বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মতামত এবং উদ্বেগ তুলে ধরেছেন।’
বিক্রম মিশ্রি বলেন, ‘আমরা আশা করছি যে, বাংলাদেশের পরিস্থিতি এমন একটি দিকে এগিয়ে যাবে যেখানে আমরা একটি গঠনমূলক এবং স্থিতিশীল উপায়ে সম্পর্ক চালিয়ে যেতে পারি। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগের কথা ট্রাম্পকে জানিয়েছেন মোদী।’
গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেখানেই আছেন তিনি। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ ও শেখ হাসিনাকে নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। যা প্রতিবেশী দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ককেও জটিল করেছে। তবে দু দেশই সম্পর্ক উন্নয়নে আগ্রহী বলে জানানো হয়েছে।