বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা উঠালো ভারত

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ০১:৩৬ পিএম

বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা উঠালো ভারত

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে ভারত থেকে বাংলাদেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে নয়াদিল্লি।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশে সরকারিভাবে পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে ভারত।

সংশ্লিষ্ট ভারতীয় এক কর্মকর্তার সূত্রে প্রতিবেদনে বলা হয়েছে,  দ্বিপক্ষীয় উদ্দেশ্যে সীমিত পরিমাণে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। তবে পেঁয়াজ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসেনি দেশটি।

তবে, ভারত সরকার কী পরিমাণ পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি সেই কর্মকর্তা। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান, বাহরাইন এবং মরিশাসে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে দেশটি।  

প্রসঙ্গত, বর্তমানে বিশ্ব বাজারে দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ রপ্তানিকারক দেশ ভারত। দেশটি অভ্যন্তরীণ পেঁয়াজের চাহিদা ও যোগান ঠিক রাখয়ে গত ডিসেম্বরে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। এর পর থেকেই ভরা মৌসুম সত্ত্বেও দেশের বাজারে পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। ভারতে নির্বাচনের আগে অভ্যন্তরীণ বাজারে ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতে প্রথমে রপ্তানীতে ৪০ শতাংশ এবং পরে দুই দফায় আগামী মাস পর্যন্ত পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা বাড়ায় ভারত।

Link copied!