প্রত্যাহার করা হলো ব্যাংক আমানতের সুদহারের ন্যূনতম সীমা

অর্থ-বাণিজ্য ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২৩, ০৩:০৬ পিএম

প্রত্যাহার করা হলো ব্যাংক আমানতের সুদহারের ন্যূনতম সীমা

ফাইল ছবি

এবার ব্যাংক আমানতের সুদহারের ন্যূনতম সীমা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। 

২০২১ সালের ৮ আগস্ট মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে মেয়াদি আমানতের সুদহার নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। তখন বলা হয়, আমানতের সুদহার মূল্যস্ফীতির চেয়ে কম হবে না। সে সময় মূল্যস্ফীতির হার ছিল প্রায় ৬।

ফলে তখন আমানতে এই পরিমাণ সুদ দিতে পেরেছে ব্যাংকগুলো। কিন্তু এখন মূল্যস্ফীতির হার ৯ দশমিক ৪৯। এই পরিমাণ সুদ দিয়ে আমানত সংগ্রহ করতে পারছে না ব্যাংকগুলো। এই বাস্তবতায় আমানতের সুদহারের সীমা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে ঋণের সুদহারের সীমা তুলে নেওয়ার পর ঋণের সুদহার ৯ শতাংশ থেকে বেড়ে সাড়ে ১১ শতাংশে উন্নীত হয়েছে। আমানতের সুদ হারও বাড়িয়েছে ব্যাংকগুলো, যদিও উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে তা করা সম্ভব হচ্ছিল না।

যে পদ্ধতির ওপর ভিত্তি করে এখন ঋণের সুদহার নির্ধারিত হচ্ছে, তা হলো ‘স্মার্ট’ বা ‘সিক্স মান্থ মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি’ বিল। প্রতি মাসের শুরুতে এ হার জানিয়ে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।

চলতি বছরের জুলাইয়ে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের ৬ মাসের গড় সুদ (স্মার্ট রেট) ছিল ৭ দশমিক ১০ শতাংশ, আগস্টে ৭ দশমিক ১৪ শতাংশ; সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় ৭ দশমিক ২০ শতাংশ। এ ছাড়া অক্টোবরে ৭ দশমিক ৪৩ শতাংশ ও সর্বশেষ নভেম্বর মাসে স্মার্ট রেট বেড়ে দাঁড়ায় ৭ দশমিক ৭২ শতাংশ।

Link copied!