অবরোধের মধ্যেও ৬৩ বিলিয়ন ইউরোর জ্বালানী রপ্তানী করেছে রাশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৯, ২০২২, ০৯:২৯ এএম

অবরোধের মধ্যেও ৬৩ বিলিয়ন ইউরোর জ্বালানী রপ্তানী করেছে রাশিয়া

আন্তর্জাতিক অবরোধের মধ্যেও ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশে ৬৩ বিলিয়ন ইউরোর জ্বালানী রপ্তানী করেছে রাশিয়া। এরমধ্যে ৭১ শতাংশই আমদানী করেছে ইউরোপীয় ইউনিয়ন, চীন,কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্র।

ভারতের টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, রাশিয়া থেকে চীন ও ভারতে তেল রপ্তানী আগের যে কোন সময়ের চেয়ে অনেক বেড়েছে। গত ১ সপ্তাহে ৭৪ থেকে ৭৯ মিলিয়ন ব্যারেল রুশ তেল ভারত ও চীনের পথে রয়েছে। গত ফেব্রুয়ারিতে একই পথে রুশ তেল রপ্তানীর পরিমাণ ২৭ মিলিয়ন ব্যারেল। আন্তর্জাতিক গবেষকরা বলেছেন, নিষেধাজ্ঞার কারণে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাজার হারাতে বসে অনেকটা বাধ্য হয়েই এশিয়ার বাজারের দিকে ঝুঁকতে হচ্ছে রাশিয়াকে। এক্ষেত্রে অবশ্য তেল রপ্তানীর ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়েছে মস্কো। ইউক্রেনের রুশ হামলা শুরু হওয়ার পর রাশিয়ার তেল ও গ্যাসের উপর নিষেধাজ্ঞা দেয় পশ্চিমা দেশগুলো।

Link copied!