অক্টোবর ৪, ২০২২, ১০:৪৭ পিএম
আমদানি নিয়ন্ত্রণ করে দেশের বৈদেশিক মুদ্রা সংকট স্থায়ীভাবে সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম।মঙ্গলবার নিজের শেষ কর্মদিবসে বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আগামীকাল অবসরে যাচ্ছেন সিরাজুল ইসলাম।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র বলেন, “বৈশ্বিক সংকটের কারণে বিশ্বব্যাপী ডলারের দর বেড়েছে। শুধু বাংলাদেশে না, এর চেয়েও অনেক বেশি দর বৃদ্ধি পেয়েছে পার্শ্ববর্তী দেশগুলোতে। আমরাও এতে কিছুটা চাপে আছি। এ ক্ষেত্রে আমদানি নিয়ন্ত্রণ করে ডলার সঙ্কটের স্থায়ী সমাধান করা সম্ভব নয়।”
সিরাজুল ইসলাম বলেন, ‘বৈদেশিক মুদ্রার এ চাপ সামাল দিতে বাংলাদেশকে রপ্তানি ও রেমিট্যান্সের ওপর জোর দিতে হবে। সে ক্ষেত্রে বিশ্ববাজারে বাংলাদেশকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।’
দেশের রেমিট্যান্স কিছুটা কমছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র বলেন, “রেমিটেন্সের পাশাপাশি রপ্তানি আয়ের পরিমাণও কমছে। এতে রিজার্ভে কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে, এ চাপ থাকবে না। কারণ, রেমিট্যান্স ও রপ্তানি আয় দুটোই বাড়বে।” বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ডলারের দাম স্বাভাবিক হচ্ছে; বাংলাদেশ ব্যাংক থেকে বাজারে কোনো ডলার সাপোর্ট দেওয়া উচিত না বলেও তিনি মন্তব্য করেন।
রিজার্ভ কমার বিষয়টি স্বীকার করে সিরাজুল ইসলাম বলেন, “রিজার্ভ কমেছে ডলার বিক্রির কারণে, এটা সত্য। কিন্তু, রিজার্ভ তো বিভিন্ন কাজে লাগাতে হবে। এটা স্বাভাবিকভাবেই বাড়বে, কমবে। এক জায়গায় যে রিজার্ভ স্ট্যাবল রাখতে হবে, এমনও না।”
প্রসঙ্গত, প্রবাসী বাংলাদেশিরা গত ২০২২-২৩ অর্থবছরের সেপ্টেম্বরে দেশে ১৫৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন।