এপ্রিল ২৭, ২০২২, ১০:৪৬ পিএম
রাশিয়া গ্যাস নিয়ে ব্লাকমেইলিং শুরু করেছে বলে অভিযোগ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দেড লিয়েন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। গ্যাসের দাম রুশ মুদ্রা রুবলে পরিশোধ না করায় ইউরোপের দেশ বুলগেরিয়া ও পোল্যান্ডকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় রাশিয়ান জ্বালানী কোম্পানী গ্যাজপ্রম। এরপরই ইউরোপীয় কমিশন দেশ দুটির পাশে দাঁড়ানোর এ সিদ্ধান্তের কথা জানালো। ইউরোপের এ সংস্থাটি বলছে, অনৈতিকভাবে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রাশিয়ার বিরুদ্ধে সম্মিলিতভাবে ব্যবস্থা নিতে পারে ইউরোপীয় ইউনিয়ন।
বুলগেরিয়ার জ্বালানী মন্ত্রী আলেকজান্ডার নিকোলভ বলেছেন, আগামী ১ মাসের জন্য বুলগেরিয়াতে জ্বালানীর মজুদ রয়েছে এবং বর্তমানের এর ব্যবহার কমিয়ে আনারও কোন ইচ্ছা নেই দেশটির। তিনি বলেন, মঙ্গলবার গ্যাসপ্রমের কাছ থেকে একটা সতর্কতা পেয়েছি, যেখানে বলা হয়েছে, সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। তবে বুলগেরিয়ার এ মন্ত্রী বলেন, গ্যাজপ্রমের সঙ্গে যখন বুলগেরিয়া চুক্তি করে, তখন এমন কোন শর্ত দেওয়ার বিষয়ে কোন কথা হয়নি। এমনকি গ্যাস সরবরাহ বন্ধ করার যে ঘোষণা গ্যাজপ্রম দিয়েছে সেটিও তারা চুক্তি ভেঙ্গে করছে। তিনি বলেন, ইউক্রেনে রুশ বাহিনী হামলা শুরু করার পর রাশিয়ার ওপর অব্যাহতভাবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করে। এর পাল্টা জবাব হিসেবে গোটা ইউরোপের ৩ ভাগের এক ভাগ তেল-গ্যাস সরবরাহ করা দেশ রাশিয়া ঘোষণা করে, ডলার ও ইউরোপ বদলে রাশিয়ান মুদ্রা রুবলে জ্বালানীর দাম পরিশোধ করতে হবে। এরপর থেকেই রুবলের মান ক্রমেই বাড়তে থাকে।