বাজেটের পর শেয়ারবাজারে রেকর্ড লেনদেন

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুন ৫, ২০২৩, ০২:২২ এএম

বাজেটের পর শেয়ারবাজারে রেকর্ড লেনদেন

নতুন বাজেট জাতীয় সংসদে পেশ করার পর সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার শেয়ারবাজারে রেকর্ড লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেনের এ পরিমাণ ১ হাজার ২৫৪ কোটি ৪০ লক্ষ ৯৫ হাজার ১৩১ টাকা।

ডিএসই সূত্র জানায়, আগের কার্যদিবস অর্থাৎ বৃহস্পতিবার বাজেট পেশ করার দিন লেনদেন হয়েছিল ৯৯৭ কোটি ৮৩ লাখ টাকা। লেনদেন বেড়েছে ২৫৬ কোটি ৫৭ লাখ টাকা।

চলতি বছরের একদিনে এটি সর্বোচ্চ লেনদেন। এবছর এর আগে সর্বোচ্চ লেনদেন হয়েছিল ১ হাজার ২০০ কোটি টাকা।

বাজারসংশ্লিষ্টরা হঠাৎ এমন লেনদেন বৃদ্ধির কারণ হিসেব বাজেটে প্রত্যাশার সম্ভাবনার কথা বলেছেন।  এদিকে, বাজেটে শেয়ারবাজার সংশ্লিষ্ট তথ্য দিতে গিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, নীতি সম্পর্কিত সহায়তা অব্যাহত রাখা হচ্ছে। আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রবিবার লেনদেন শুরু হতেই সবকটি সূচকের বড় উত্থান হয়। কিন্তু লেনদেনের শেষদিকে বিক্রির চাপ বেড়ে যাওয়ায় একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার দাম কমে যায়। ফলে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমে দিনের লেনদেন শেষ হয়।

ডিএসইতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে লেনদেন শুরু হলে প্রধান সূচক ৯ পয়েন্ট বেড়ে যায়। এ ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে আধাঘণ্টার লেনদেন জুড়ে। ফলে লেনদেনের ১৮ মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক ১৩ পয়েন্ট বেড়ে যায়।

মাঝপথে হঠাৎ একের পর এক প্রতিষ্ঠানের দরপতন হয়ে একপর্যায়ে প্রধান মূল্যসূচক ঋণাত্মক হয়ে পড়ে। কিন্ত শেষ ঘণ্টায় এসে কিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ে। এতে বেড়ে যায় প্রধান মূল্যসূচক। সেই সঙ্গে লেনদেনের ভালো গতি অব্যাহত থাকে।

এদিন ডিএসইতে মোট ৩৫০টি কোম্পানির ২২ কোটি ৭২ লক্ষ ৮০ হাজার ১৬৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১০.৫৮ পয়েন্ট বেড়ে ৬৩৬৬.১৪ পয়েন্ট হয়।

লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৩টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো-ইন্ট্রাকো রিফুয়েলিং লিঃ, মেঘনা লাইফ ইন্সুরেন্স, সী পার্ল রিসোর্ট, এডিএন টেলিকম, রূপালি লাইফ, অগ্নি সিস্টেম, আমরা নেট, আইটিসি, নাভানা পাওয়ার ও সিভিওপিআরএল।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- বেঙ্গল উইন্সডোর, মেঘনা লাইফ, মির আকতার হোসেন লিঃ, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্সুঃ, প্রগ্রেসিভ লাইফ, অগ্নি সিস্টেম, মেঘনা সিমেন্ট, ইন্ট্রাকো রিফুয়েলিং লিঃ, পদ্মা ইসলামি লাইফ ও এডিএন টেলিকম।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো-মেঘনা পেট, মেঘনা কন্ডেন্সড মিল্ক, বিডি ওয়েল্ডিং, এনটিসি, মিডল্যান্ড ব্যাংক, সিএপিএম আইবিবিএল মি. ফা., মিরাকেল ইন্ডাঃ, শ্যামপুর সুগার, উসমানিয়া গ্লাস ফ্যাক্টরী ও প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা.।

রবিবার ডিএসই’র বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৪ হাজার ৯৩৫ কোটি টাকা প্রায়।

Link copied!