আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ায় বাংলাদেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয়েছে। ভরিপ্রতি এক হাজার ১৬৬ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে দেশের বাজারে এখন ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ৭৮ হাজার ১৫৯ টাকা।
গতকাল মঙ্গলবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বুধবার থেকে দেশে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে খরচ পড়বে ৭৮ হাজার ১৫৯ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ১০৫০ টাকা কমিয়ে ৭৪ হাজার ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
৯৩২ টাকা কমে এখন ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৬৪ হাজার ৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ পাওয়া যাচ্ছে ৫৩ হাজার ৩৬৩ টাকা।
তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
সংস্থাটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা গণমাধ্যমে বলেন, “আন্তর্জাতিক বাজারে দাম কমায় স্থানীয় বাজারে কমানো হয়েছে। রাশিয়া ইউক্রেনে হামলার পর থেকেই বিশ্ববাজারে গোল্ডের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। তার সঙ্গে আমাদের বাজারের দাম সমন্বয় করা হয়েছিল। এখন বিশ্ববাজারে দাম কমেছে, আমরাও কমিয়েছি।” দেশে স্বর্ণের দাম বাড়া বা কমা বিশ্ববাজারের ওপর নির্ভর করে বলেও তিনি জানান।
প্রসঙ্গত, চলতি বছরের গত ৮ মার্চ স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। ওই দামেই গতকাল মঙ্গলবার পর্যন্ত ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ৭৯ হাজার ৩১৫ টাকা। ২১ ক্যারেটের ৭৫ হাজার ৭০০ টাকা, ১৮ ক্যারেটের ৬৪ হাজার ৯৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম ছিল ৫৪ হাজার ৬৩ টাকা।