কোটা পুনর্বহালের বিরুদ্ধে আবারও ঢাবি উত্তাল

নিজস্ব প্রতিবেদক

জুন ৯, ২০২৪, ১২:০১ পিএম

কোটা পুনর্বহালের বিরুদ্ধে আবারও ঢাবি উত্তাল

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা পুনর্বহালে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবারও উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

রোববার (৯ জুন) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ নিয়ে বের হয়ে পরে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের কাছে সমাবেশে একত্রিত হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের এই বিক্ষোভ মিছিল কলা ভবন, মলচত্বর, ভিসি চত্বর, ছাত্র-শিক্ষক সম্মেলন কেন্দ্র (টিএসসি) হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘সংবিধানের মূল কথা, সুযোগের সমতা’, ‘মুক্তিযুদ্ধের মূল কথা, সুযোগের সমতা’, ‘১৮’র হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নেই’- প্রভৃতি শ্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা বলেন, আমরা ২০১৮ সালে কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা তখন রক্ত দিয়েছি। তার পরিপ্রেক্ষিতে সরকার এই কোটা পদ্ধতি বাতিল করেছিল। আবারও হাইকোর্ট সেই কোটা পুনর্বহাল করেছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা হাইকোর্টের এ রায়কে প্রত্যাখ্যান করছি।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থী যুবাইর বলেন, “৫৬ ভাগ কোটা নিঃসন্দেহে মেধাবীদের মেধার সঙ্গে একধরনের উপহাস। চাকরির ক্ষেত্রে কোটার ফলে তুলনামূলক যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া যাচ্ছে না। ফলশ্রুতিতে বাধাগ্রস্ত হচ্ছে দেশের উন্নয়ন প্রক্রিয়া। বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা, বাড়ছে বৈষম্য। তাই দেশ ও দশের স্বার্থে এই অযৌক্তিক কোটা সিস্টেম সংস্কার করে বৈষম্য কমানোর দাবিতে আমাদের আজকের এই কর্মসূচি আয়োজন করা। হাইকোর্টের কোটা পুনর্বহালের সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে।”

প্রসঙ্গত, গত ৫ জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালের ৪ অক্টোবর জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট।

Link copied!