ফরিদা পারভীনের অবস্থার উন্নতি, আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৪, ২০২৫, ০৩:১৩ পিএম

ফরিদা পারভীনের অবস্থার উন্নতি, আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

ছবি: সংগৃহীত

কন্ঠশিল্পী শিল্পী ফরিদা পারভীনকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়েছে। রোববার রাতে তাকে কেবিনে নেওয়া হয়। এ তথ্য জানিয়েছেন তার ছেলে ও ব্রাক ইউনিভার্সিটির শিক্ষক ইমাম জাফর নূমানী।

ফরিদা পারভীন গত ৫ জুলাই থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। কিডনির সমস্যাসহ নানা অসুখে ভুগছেন তিনি। একুশে পদকপ্রাপ্ত এ শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হলে গত ৯ জুলাই বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি বোর্ড গঠন করা হয়।

জাফর নূমানী বলেন, ‘রোববার রাতে মাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। মা আগের চেয়ে ভালো আছেন। কথাও বলতে পারছেন। ডাক্তার বলেছেন ভিজিটর নিয়ন্ত্রণ করতে। মা যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন- এজন্য সবার দোয়া চাই।’ ফরিদা পারভীন এখন পর্যবেক্ষেণে রয়েছেন বলে জানান তার ছেলে।

অন্যদিকে ফরিদা পারভীনের স্বামী যন্ত্রশিল্পী গাজী আবদুল হাকিম বলেন, ‘গতকাল দুপুরে ফরিদা পারভীনের সঙ্গে কথা হয়েছে। অল্প অল্প কথা বলতে পারছেন। ক্রমেই অবস্থার উন্নতি হচ্ছে। পরে রাতে তাকে কেবিনে দেওয়া হয়। সবাই তার জন্য দোয়া করবেন।’

তীব্র শ্বাসকষ্ট নিয়ে গত ৫ জুলাই হাসপাতালে ভর্তি হন ফরিদা পারভীন। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে বলে জানান চিকিৎসকেরা। রক্তেও ধরা পড়ে সংক্রমণ। কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যাওয়ায় সপ্তাহে তিন দিন তাকে ডায়ালাইসিস করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিল্পীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

সংগীতে বিশেষ অবদানের জন্য ফরিদা পারভীন ১৯৮৭ সালে একুশে পদক পান। ১৯৯৩ সালে প্লেব্যাকের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

Link copied!