বিশিষ্ট লেখক-গবেষক অধ্যাপক কানাইলাল আর নেই

রাবি প্রতিনিধি

মে ২৬, ২০২৪, ০৬:১৮ পিএম

বিশিষ্ট লেখক-গবেষক অধ্যাপক কানাইলাল আর নেই

অধ্যাপক কানাইলাল রায়

বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক কানাইলাল রায় আর নেই। রোববার (২৬ মে) ভোররাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন কাজলায় নিজ বাসভবনে মৃত্যু হয় তার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮০ বছর। কানাইলাল রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন। ব্যক্তিগত জীবনে তার স্ত্রী ও দুই ছেলে আছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, অধ্যাপক কানাইলাল রায়ের জন্ম ১৯৪৪ সালে বর্তমান সাতক্ষীরার দেয়াড়ায়। ১৯৭২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভাষা বিভাগে সংস্কৃত বিষয়ে প্রভাষক হিসেবে যোগ দেন তিনি। ১৯৯৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন। এর আগে ১৯৯৬ সালে পুরাণ নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। কর্মজীবনে দুই মেয়াদে ভাষা বিভাগের সভাপতিসহ অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। ২০১০ সালে অবসর গ্রহণ করেন এই অধ্যাপক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যোগদানের আগে বছরখানেক পিরোজপুর সরকারি কলেজে অধ্যাপনা করেন তিনি।

ড. কানাইলাল রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বরেন্দ্র গবেষণা জাদুঘরে রক্ষিত সংস্কৃত ভাষায় প্রাচীন পাণ্ডুলিপির দুই খণ্ড বর্ণনামূলক ক্যাটালগের সহ-প্রণেতাসহ প্রায় ৩০টি গ্রন্থের প্রণেতা। এসব গ্রন্থের অনেকাংশই আবার পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্প্রতি গবেষণায় ‘হাসান আজিজুল হক সাহিত্য উৎসব ২০২৪’ পদকে ভূষিত হয়েছেন তিনি।

এদিকে এই অধ্যাপকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়েলর উপাচার্য (ভিসি) অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর। এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বার্তায় তারা এই শোক প্রকাশ করেন।

শোক বার্তায় তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যাপক কানাইলাল রায়ের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তারা। এ সময় তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

Link copied!