সাত কলেজ শিক্ষার্থীদের দাবি মানতে বাধ্য হলো ঢাবি

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৩, ২০২৩, ০২:২৫ এএম

সাত কলেজ শিক্ষার্থীদের দাবি মানতে বাধ্য হলো ঢাবি

ঢাবি কর্তৃপক্ষের নতুন নিয়মে মানোন্নয়ন পরীক্ষা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ১৭-১৮ ব্যাচের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর থেকে এ নিয়ে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন শুরু হলে শিক্ষার্থীদের দাবি মানতে বাধ্য হয় ঢাবি কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জড়ো হয়ে এসে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা। এর মধ্যেই আন্দোলনরত একদল শিক্ষার্থী সাত কলেজের সমন্বয়ক সুপ্রিয়া আর্চায্যের কাছে গেলে তিনি ১৭-১৮ ব্যাচের শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন। 

আন্দোলনরত তিতুমীর কলেজের ১৭-১৮ ব্যাচের শিক্ষার্থী ইলমাজ আহমেদ ইমেল দ্য রিপোর্ট ডট লাইভকে জানান, চতুর্থ বর্ষ শেষ করেও প্রথম এবং দ্বিতীয় বর্ষে তারা একের অধিক বিষয়ে অকৃতকার্য আছেন। দুইবার মানোন্নয়ন পরীক্ষা দেওয়ার পরেও তাদের রেজাল্টে সমাধান আসেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশনের মেয়াদ থাকে ছয় বছর, সে অনুযায়ী পরীক্ষায় বসার যোগ্য দাবি রাখেন এবং ২০২২ সনের শিক্ষার্থীদের সাথে পরীক্ষা দিতে চান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ হওয়ায় ঢাবি কর্তৃক বারংবার পরীক্ষার নিয়ম বদলানো এবং ফেইল কোর্সে নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগ বন্ধ করায় ভোগান্তিতে পড়েন বহু শিক্ষার্থী।

এদিকে বিকেল চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফর্ম পূরণের নিয়মাবলি বিষয়ে আপডেট দেওয়া হয়।

তবে আন্দোলন চালু রেখেছেন ১৮-১৯, ১৯-২০, ২০-২১ ব্যাচের শিক্ষার্থীরা। তাদের দাবি তিন বিষয় পর্যন্ত ফেইল হলেও জিপিএ শিথিল করে তাদের পরবর্তী ইয়ারে প্রমোশন দেওয়া হোক। ১৭-১৮ ব্যাচের ক্ষেত্রে এই নিয়ম চালু রাখলেও পরবর্তীতে এই নিয়ম বন্ধ হওয়াতে ভুগছেন বাকি শিক্ষার্থীগণ।

Link copied!