এটিএম আজহারুলকে ‘বেকসুর’ খালাসের প্রতিবাদে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ

সালমান ইবনে সাঈদ শাওন, ঢাবি প্রতিনিধি

মে ২৭, ২০২৫, ০৭:২৬ পিএম

এটিএম আজহারুলকে ‘বেকসুর’ খালাসের প্রতিবাদে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুলকে খালাস দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ক্যাম্পাসে ক্রিয়াশীল কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠন।  

মঙ্গলবার, ২৭ মে বিকাল ৫ টায় মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্যে এসে শেষ হয় মিছিলটি।

মিছিলে অংশ নেয় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতাকর্মীরা।

মিছিল শেষে সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্যে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার। তিনি একাত্তরের গণহত্যার দায়ে সাজাপ্রাপ্ত আসামি এটিএম আজহারকে বেকুসুর খালাস দেওয়ার তীব্র নিন্দা জানান। বলেন, “আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সেই সাথে আমরা ইন্টেরিম গভর্নমেন্টকে হুঁশিয়ারি দিতে চাই বাংলাদেশের বুকে কোন কোন গণহত্যাকারী ঠাঁই হবে না।”

তিনি বলেন, “আমরা দেখেছি এই জামায়াত-শিবির হাসিনা সরকারের আমলে সরকারের দালালি করে, সাফাই গেয়ে হাসিনা সরকারের সম্মতি উৎপাদন করেছে। এখন তারা চব্বিশের এর নয়া বিপ্লবী সাজতে এসেছে। এই ইন্টেরিম সরকার একটি বিপ্লবের পরে মানুষের মনে জন্ম নেওয়া আশাকে ভুলুণ্ঠিত করছে। একের পর এক খুন গুপ্তহত্যার কোন বিচার করছে না।”

বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, “বাংলাদেশের ইতিহাসে আজ এক ভয়ানক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। অভ্যুত্থান পরবর্তী আমরা স্বপ্ন দেখেছিলাম স্বাধীন বিচার বিভাগের। কিন্তু সেই স্বাধীন বিচার বিভাগের আকাঙ্ক্ষা ধুলিস্যাৎ করে দিয়েছে এই ইন্টেরিম গভর্নমেন্ট। রাষ্ট্রপক্ষের প্রধান কুশলী হয়ে উঠলেন ওই এটিএম আজহারুল ইসলামের আইনজীবী তাজুল ইসলাম। এ কারণে আমরা বিশ্বাস করিনা এটি কোনভাবে ন্যায় বিচার হতে পারে। যে আশঙ্কা করেছিলাম সেটাই হয়েছে। তিনটি মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি এটিএম আজহারুল ইসলামকে বেকুসুর খালাস দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা বলতে চাই আপনারা ন্যায়বিচার প্রতিষ্ঠা করুন। এই গণঅভ্যুত্থানকে জামায়াতে ইসলামের কোলে উঠায় দিয়েন না। এই রায়ের তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে আমরা আজকেই বিক্ষোভ সমাবেশ করলাম। আগামীতে আমরা বৃহত্তর কর্মসূচির মাধ্যমে এ দেশের জনগণকে বলতে চাইবো আমরা ৭১’কে ভুলি নাই।”

Link copied!