প্রত্যয় স্কিম বিতর্ক: সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৩০, ২০২৪, ০৬:৪২ পিএম

প্রত্যয় স্কিম বিতর্ক: সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে সংবাদ সম্মেলন হয়। ছবি: সংগৃহীত

নির্ধারিত সময়ের মধ্যে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিল না হওয়ায় সারাদেশে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

ক্লাস-পরীক্ষা বর্জন ও সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ঢাবিশিস), রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (রাবিশিস) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও (জবিশিস)।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে রাবি শিক্ষকরা 

রোববার (৩০ জুন) দুপুরে এই ঘোষণা দেওয়া হয়।

প্রত্যয় স্কিমে যা বলা হয়েছে
সর্বজনীন পেনশন স্কিম আগের চারটি স্কিমের সঙ্গে (প্রগতি, প্রবাস, সুরক্ষা ও সমতা) নতুন করে সরকারি চাকরিজীবীদের যুক্ত করা হয়েছে। গত ২০ মার্চ বিভিন্ন দিক তুলে ধরে এক বিজ্ঞপ্তিতে প্রত্যয় স্কিম ঘোষণা করে অর্থ মন্ত্রণালয়। এর আগে গত ১৩ মার্চ ‘প্রত্যয়’ স্কিমকে যুক্ত করে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন ২০২৩’র ২৯ ধারার ক্ষমতাবলে প্রয়োজনীয় সংশোধনী এসআরও আকারে প্রকাশ করা হয়।

গত ২৭ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান গ্রহণ কর্মসূচি পালন করা হয়। ছবি: সংগৃহীত

সংশোধনী অনুযায়ী সব ধরনের স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা ও তাদের অধীন অঙ্গ প্রতিষ্ঠানগুলোতে ২০২৪ সালের ১ জুলাই পরবর্তী সময়ে যোগদানকারী কর্মকর্তা বা কর্মচারীরা সর্বজনীন পেনশন ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত হবেন। এই স্কিমের নাম হবে প্রত্যয়।

অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যয় স্কিম চালুর ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান কর্মকর্তা বা কর্মচারীদের স্বার্থ ক্ষুণ্ণ হবে না ও তাদের বিদ্যমান পেনশন বা আনুতোষিক সুবিধা অক্ষুণ্ণ থাকবে। তবে যাদের ন্যূনতম ১০ বছর চাকরি অবশিষ্ট আছে তারা আগ্রহ প্রকাশ করলে প্রত্যয় স্কিমে অংশগ্রহণ করতে পারবেন।

প্রত্যয় স্কিমে অংশগ্রহণের মাধ্যমে অবসর জীবনে মাসিক পেনশন প্রাপ্য হবেন বিধায় ২০২৪-এর ১ জুলাইয়ের পরবর্তী সময়ে নতুন যোগদানকারী কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে।

Link copied!