সর্বাত্মক কর্মবিরতিতে রাবি শিক্ষকরা, অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ

রাবি প্রতিনিধি

জুলাই ১, ২০২৪, ০৪:৫৫ পিএম

সর্বাত্মক কর্মবিরতিতে রাবি শিক্ষকরা, অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ

সর্বজনীন পেনশন তহবিলের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করেন রাবি শিক্ষকরা। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (রাবিশিস)। তাদের দাবি না মানা পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ওমর ফারুক সরকার।

সোমবার (১ জুলাই) বেলা ১১ টা থেকে বেলা ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন তিনি। এতে প্রত্যয় স্কিম বাতিলের পাশাপাশি শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো চালুরও দাবি জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শিক্ষকদের কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ বা ইনস্টিটিউটের নিয়মিত ব্যাচের পাশাপাশি অনলাইন, সান্ধ্যকালীন, শুক্র-শনিবারের প্রফেশনাল কোর্সের ক্লাস ও সব ধরনের লিখিত, মৌখিক ও ভর্তি পরীক্ষাসহ সব পরীক্ষা বন্ধ রয়েছে।

আরও পড়ুন: পেনশনে আমলাদের চেয়ে যে ৪ সুবিধা কমেছে শিক্ষকদের

কর্মসূচিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল বলেন, “আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আর্থিক সুবিধার ক্ষেত্রে অনেক বৈষম্য হয়ে থাকে। মেধাবী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পেশায় আনতে আর্থিকভাবে সুবিধা দিতে হবে। আমাদের প্রতিবেশী দেশগুলোতেও শিক্ষকদের আর্থিক সুবিধা অনেক বেশি দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে স্বতন্ত্র বেতন স্কেলের দাবি করেও সেটি বাস্তবায়ন হয়নি। বিদেশ থেকে ইঞ্জিনিয়ার (প্রকৌশলী) এনে বড় কিছু করা খুব ভালো উন্নয়ন না। এখানে শিক্ষক ও বিশ্ববিদ্যালয়কে সুযোগ দিলে তারা এমন অনেক ইঞ্জিনিয়ার (প্রকৌশলী) তৈরি করবে।”

রাবিশিসের সাধারণ সম্পাদক অধ্যাপক ওমর ফারুক সরকার বলেন, “প্রত্যয় স্কিমের এই দায়িত্ব অর্থ মন্ত্রণালয় ছাড়া কেউ নিচ্ছে না। এই মন্ত্রণালয়ে যারা বসে আছেন তারাই কী সব? আমাদের এর পরিবর্তে নতুন কিছু চিন্তা ভাবনা দরকার। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আলাদা বেতন কাঠামো উন্নত বিশ্বের সব জায়গায় আছে কিন্তু বাংলাদেশে নেই।”

তিনি আরও বলেন, “আজ যিনি পেনশন পান তিনি আমৃত্যু পাবেন তার মৃত্যু হলেও তার স্ত্রী পাবে, যেটা তার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। তবে এই প্রত্যয় স্কিমের মাধ্যমে নিরাপত্তা বলায় ভেঙে ফেলা হচ্ছে। সুতরাং আমরা চাই না এই প্রত্যয় স্কিম থাকুক। এটা কোনো আন্দোলন নয় এটা আমাদের ক্ষোভের বহিঃপ্রকাশ।”

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান, ইংলিশ অ্যান্ড আদার ল্যাংগুয়েজের ইন্সটিটিউটে পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজাউল করিম। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের প্রায় অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

গত ১৩ মার্চ এক প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। সেখানে বলা হয়, চলতি বছর ১ জুলাইয়ের পর থেকে স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরিতে যারা নতুন যোগদান করবেন, তারা বিদ্যমান ব্যবস্থার মতো অবসরোত্তর পেনশন-সুবিধা পাবেন না। তার বদলে নতুনদের বাধ্যতামূলক সর্বজনীন পেনশনের আওতাভুক্ত করা হবে।

Link copied!