এসএসসির ফল চ্যালেঞ্জ করলো ঢাকা বোর্ডের ৭৩ হাজার পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৭, ২০২৩, ১০:২৬ এএম

এসএসসির ফল চ্যালেঞ্জ করলো ঢাকা বোর্ডের ৭৩ হাজার পরীক্ষার্থী

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় মোট ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত বছরের তুলনায় এবছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা গত বছরের  তুলনায় ৮৬ হাজার কম।  

চলতি বছর এসএসসি পরীক্ষায় মোট ৪ লাখ ৩১ হাজার ২৩ জন পরীক্ষার্থী কৃতকার্য হতে পারেনি।  আবার অনেক শিক্ষার্থী পাস করলেও কাঙ্ক্ষিত ফলাফল পায়নি। একারণে শিক্ষার্থীরা খাতা পুনঃনিরীক্ষণ বা চ্যালেঞ্জের আবেদন করার সুযোগ পেয়েছিল। ফল প্রকাশের পরদিন ২৯ জুলাই থেকে খাতা পুনঃনিরীক্ষার আবেদন শুরু এবং ৪ আগস্ট শেষ হয়।

এবার ঢাকা শিক্ষা বোর্ডের ৭৩ হাজার ৪৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষার ফল চ্যালেঞ্জ করে পুনঃনিরীক্ষার আবেদন করেছে। ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা শিক্ষা বোর্ডের এই কর্মকর্তা বলেন,“ ঢাকা শিক্ষা বোর্ডে ৭৩ হাজার ৪৬ জন শিক্ষার্থী ১ লাখ ৯১ হাজার ২০১টি খাতার ফলাফল পরিবর্তনের জন্য বোর্ডে আবেদন করেছেন। নিয়ম অনুযায়ী তা যাচাই-বাছাই করে আগামী ২৮ আগস্ট ফল প্রকাশ করা হবে।”

এদিকে, কোনো শিক্ষার্থী চ্যালেঞ্জ করলে পুনর্নিরীক্ষণের আবেদন হওয়া উত্তরপত্রের চারটি দিক দেখা হয় বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।  

এই  চারটি দিক হলো--

১. উত্তরপত্রের সব প্রশ্নের উত্তরের জন্য সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কি না।

২. প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কি না।

৩. প্রাপ্ত নম্বর ওএমআর শিটে উঠানো হয়েছে কি না।

৪. প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত ভরাট করা হয়েছে কি না।

এই চারটি জায়গায় কোনো ভুল হয়ে থাকলে তা সংশোধন করে নতুন করে ফল প্রকাশ করা হয় বলে শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে।

Link copied!