মধ্যপ্রাচ্যের পর বড় শ্রমবাজার হতে পারে রোমানিয়া-বুলগেরিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩০, ২০২২, ০৫:১৯ পিএম

মধ্যপ্রাচ্যের পর বড় শ্রমবাজার হতে পারে রোমানিয়া-বুলগেরিয়া

মধ্যপ্রাচ্যের পর বাংলাদেশের বৃহৎ শ্রমবাজার হয়ে উঠতে পারে রোমানিয়া আর বুলগেরিয়া। এমনটাই মতামত জানিয়েছেন রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী। পূর্ব ইউরোপের ২০ মিলিয়ন নাগরিকের বসতির দেশ এই রোমানিয়া। দেশটি আয়তনে বাংলাদেশের দ্বিগুন। প্রতিবেশী শিল্পউন্নত দেশগুলোর অনেক ব্যাবসা প্রতিষ্ঠানও রয়েছে এই দেশটিতে। এখানে হরহামেশাই চলছে বহুতল ভবন নির্মাণসহ আধুনিক নগরী গড়ার তোড়জোড়। পাশাপাশি রয়েছে জাহাজ শিল্প। এসব প্রতিষ্ঠানে প্রয়োজন পড়ছে অসংখ্য দক্ষ শ্রমিকের।

বিগত ২-৩ বছরে বৈধভাবে ৩০ হাজারের বেশী বাংলাদেশী শ্রমিক এসেছে রোমানিয়ায়। বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছেন প্রায় দুইশত বাংলাদেশি নাগরিক। আরো চার হাজার শ্রমিক আসার প্রক্রিয়ায় রয়েছেন। নতুন করে সম্ভাবনা তৈরি হচ্ছে বুলগেরিয়া, মালদোবা, উত্তর মাসাডোনিয়ায়। এসব দেশে গার্মেন্টস শ্রমিক ও নার্স আসতে পারবেন বলেও রাষ্ট্রদূত দাউদ আলী জানালেন। মেমোরানডাম অফ আনডারস্টাংডিং (এমওইউ) এ পলিটেকনিক বিশ্ববিদ্যালয় বৃত্তি নিয়ে পড়তে আসারও সুযোগ তৈরি হয়েছে। 

এখানে কর্মরত আছেন বাংলাদেশী শ্রমিক ইরান শিকদার। তিনি দেশটিতে বৈধভাবে আসতে পেরে সন্তোষ প্রকাশ করলেন। ব্যাবসায়ী মিজানুর রহমান মিঠু ও রোমানিয়ান আয়কর উকিল পেটরিয়া লিপু বাংলাদেশীদের বৈধভাবে আসার অনুরোধ করলেন। তবে একটি সূত্র জানিয়েছে, অনেকে রোমানিয়া এসে অবৈধভাবে জার্মানি, ইতালিসহ ইউরোপের উন্নত দেশে চলে যান। এটা বন্ধ না হলে রোমানিয়ার শ্রমবাজারটা বাংলাদেশের হাতছাড়া হয়ে যেতে পারে।

Link copied!