৬ মাসে ১৮ হাতির মৃত্যু, বেশিরভাগই অস্বাভাবিক

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১১, ২০২৫, ১২:২৮ পিএম

৬ মাসে ১৮ হাতির মৃত্যু, বেশিরভাগই অস্বাভাবিক

ছবি: সংগৃহীত

খাবার সংকট ও স্থানীয়দের হামলায় গত ৬ মাসে সারা দেশে মারা পড়েছে অন্তত ১৮টি। এসব মৃত্যুর বেশির ভাগই অস্বাভাবিক। মারা হচ্ছে গুলি করে অথবা বৈদ্যুতিক ফাঁদে ফেলে। প্রাণী গবেষকরা বলছেন, অঙ্গপ্রতঙ্গ বিক্রির লক্ষ্যেই নৃশংসভাবে হাতি হত্যা করছে পাচারকারীরা।

১৯৮০ সালে প্রথম জরিপে দেশে হাতি ছিল ৩৮০টি। ২০০০ সালে তা কমে দাঁড়ায় ২৩৯টিতে। সবশেষ ২০১৬ সালের জরিপে, হাতি ছিল ২৬৮টি। এরপর আর জরিপ হয়নি। ব্যক্তিপর্যায়ে থাকা পোষা হাতির তথ্যও জানে না বন বিভাগ।

চলতি বছরের ৮ এপ্রিল ফাঁসিয়াখালীর জলদি রেঞ্জের মনুরমার ঝিরিতে একটি হাতিকে কুপিয়ে হত্যা করে নখ ও দাঁত কেটে নেওয়া হয়। গত কয়েক বছর ধরে হাতির প্রতি এমন নৃশংসতার নজির নেই। ২৮ মার্চ একই এলাকায় আরেকটি হাতির রহস্যজনক মৃত্যু হয়।

রাঙামাটির রাজস্থলীতে গর্ভবতী বুনো হাতি মারা যায় ১১ মার্চ। দুই দিন পর কক্সবাজারের উখিয়ায় গুলি করে হত্যা করা হয় আরেকটি হাতিকে।

এ ছাড়াও গত বছর নভেম্বরে কক্সবাজারে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু হয়। এ নিয়ে ৬ মাসে ১৮টি হাতি মারা গেছে, যার বেশির ভাগই অস্বাভাবিক।

চট্টগ্রামের বন কর্মকর্তা ড. মোল্লা রেজাউল করিম বলেন, ‘ফসলের খেত রক্ষা করার ক্ষেত্রেও মানুষ আগের চেয়ে বেশি অসহিষ্ণু বলে আমার কাছে মনে হয়েছে। বন, বনভূমি ও বনের পরিবেশপ্রাকৃতিক অবস্থা এগুলো ধ্বংস করতেও মানুষ দ্বিধা করছে না।

গবেষকেরা বলছেন, খাবার সংকটে মৃত্যৃর চেয়ে গুলি ও বৈদ্যুতিক তারের ফাঁদে বেশি হাতি হত্যা করা হচ্ছে।

বন্যপ্রাণী গবেষক ড. আলী রেজা খান বলেন, ‘মৃত হাতির মাড়ির দাঁত পর্যন্ত কেটে নিয়ে যাওয়ার যে প্রবণতা দেখা গেছে, আবার কেউ কেউ জানিয়েছেন মৃত হাতির মাংসও চুরি হয়েছেএটা দারুণভাবে সামাজিক অবক্ষয়। এটির একটা কঠিন ব্যবস্থা নেওয়া উচিত। কারা হাতিকে গুলি করে হত্যা করছে তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে।

পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, বনের হাতি রক্ষায় বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। বিচরণের জায়গাসহ স্থানীয়ভাবে সংরক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘হাতির চলাচলের জন্য আমরা কিছু কিছু খাস জায়গায় বরাদ্দ চাইছি। সেখানে আমরা হাতির খাদ্যউপযোগী আবাস করে দিতে পারব, যাতে করে মানুষের সঙ্গে হাতির যে বিরোধ তা যেন কমে আসে।

Link copied!