এপ্রিল ২৬, ২০২৫, ০২:০০ পিএম
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় পরিবেশ রক্ষায় নেওয়া হয়েছে বিশাল উদ্যোগ। চলতি বছরে ৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনার কথা জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা`য় চিত্রশিল্পী মো. আবু সেলিমের একক চিত্র প্রদর্শনী ‘পরিবেশ বাঁচাও’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
মোহাম্মদ এজাজ বলেন, "ডিএনসিসির সব রাস্তা, ফুটপাত, মিডিয়ান ও উন্মুক্ত স্থানে আমরা বৃক্ষরোপণ শুরু করেছি। এ বছর ৫ লাখ গাছের টার্গেট নিয়েছি। এই কাজে কমিউনিটি ও পরিবেশবান্ধব সংগঠনগুলোকেও সম্পৃক্ত করা হবে।"
শুধু গাছ লাগানো নয়, শহরকে পরিচ্ছন্ন রাখার লড়াইও চলছে প্রতিদিন। প্রশাসক জানান, "আমাদের কর্মীরা প্রতিদিন ময়লা পরিষ্কার করছেন, কিন্তু দুঃখজনকভাবে জনগণের অসচেতনতার কারণে ময়লার পরিমাণ দিন দিন বাড়ছে। রাস্তা, ফুটপাত, খাল, ড্রেন — সবখানেই ময়লা ফেলা হচ্ছে। এমনকি রান্নাঘরের জানালা দিয়েও ময়লা ফেলছেন অনেকে।"
তিনি সতর্ক করে বলেন, এসব আবর্জনার মধ্যে বৃষ্টির পানি জমে এডিস মশার প্রজনন ক্ষেত্র তৈরি হচ্ছে, যা ডেঙ্গুর ঝুঁকি বাড়াচ্ছে। তাই শুধু সিটি করপোরেশন নয়, নাগরিকদেরও নিজ নিজ দায়িত্ব নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে বক্তৃতা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, "ঢাকার বড় শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মুনাফার লোভে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খাল-বন দখল হয়েছে, নদী বিপন্ন হয়েছে। আমাদের এখনই সচেতন হতে হবে। এমন কোনো উন্নয়ন চলবে না, যা প্রাণ ও প্রকৃতির ক্ষতি করে।"