হাওরের প্রায় শতভাগ বোরো ধান কাটা শেষ

নিজস্ব প্রতিবেদক

মে ৫, ২০২৪, ০৩:৫০ পিএম

হাওরের প্রায় শতভাগ বোরো ধান কাটা শেষ

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ/মাহাবুব আলম শ্রাবণ

হাওরের প্রায় শতভাগ বোরো ধান কাটা শেষ হয়েছে। অর্থাৎ ৯৭ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে। চলতি বছর সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়ায় ৪ লাখ ৫৩ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এদিকে সারা দেশে সবশেষ ৩৩ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাওরভুক্ত সাতটি জেলায় এবার ৪ হাজার ৪০০টিরও বেশি কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা হয়েছে। এর মধ্যে শুধু চলতি বছরই নতুন ১০০টি কম্বাইন হারভেস্টার বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের অন্যান্য এলাকা থেকেও হাওরের বোরো ধান কাটার জন্য কম্বাইন হারভেস্টার নিয়ে আসা হয়েছে। এর ফলে দ্রুত ধান কাটতে সমর্থ হয়েছেন কৃষক।

চলতি বছর সারাদেশে ৫০ লাখ ৫৮ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, লক্ষ্যমাত্রার চেয়ে যা প্রায় ২০ হাজার হেক্টর বেশি। এবার বোরোতে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা হলো ২ কোটি ২২ লাখ টন।

সম্প্রতি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে বোরো ধান কাটা উৎসবে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেন, “আমাদের সারা বছরের মোট চাল উৎপাদনের অর্ধেকের বেশি যোগান দেয় বোরো ধান। সেজন্য চলতি বছরও বোরোর আবাদ ও ফলন বাড়াতে আমরা অনেক গুরুত্ব দিয়েছি। বোরোর আবাদ বাড়াতে ২১৫ কোটি টাকার বীজ, সার প্রভৃতি কৃষকদেরকে বিনামূল্যে দেওয়া হয়েছে। সারা দেশের বোরো ধান সফলভাবে ঘরে তুলতে পারলে দেশে খাদ্য নিয়ে তেমন কোনো ঝুঁকি থাকবে না।”

Link copied!