বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আগামীকাল শনিবার (২৫ মে) ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরদিন রোববার সন্ধ্যায় এটি ‘রেমাল’ নাম নিয়ে বাংলাদেশ-ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে।
এ সময় ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০-১২০ কিলোমিটার থাকবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)।
আইএমডির বিজ্ঞানী মনিকা শর্মা বলেন, “শুক্রবার সকালের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপে ঘনীভূত হবে। শনিবার সকালে এটা আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সেই সঙ্গে রোববার সন্ধ্যার মধ্যে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে পৌঁছাবে।”
ভারতের আবহাওয়া দপ্তর থেকে বাংলাদেশ-পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানার কথা বলা হলেও- আবহাওয়া বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে নির্দিষ্ট করে বলা হচ্ছে এটি ভারতের ওড়িশা অথবা বাংলাদেশের উপকূলের ওপর দিয়ে যেতে পারে। আবহাওয়া অফিস বলেছে, ঘূর্ণিঝড়টি আঘাত হানা শুরু করতে পারে ২৬ মে বিকেল সাড়ে পাঁচটা থেকে ২৭ মে রাত আড়াইটার মধ্যে।