আগস্ট ২২, ২০২৪, ০২:০৪ পিএম
আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ভারী বৃষ্টি কমে এলে বন্যা পরিস্থিতি প্রথমে অপরিবর্তিত ও পরে উন্নতির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বলা হয়েছে, ৪৮-৭২ ঘণ্টার মধ্যেই বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর পান্থপথে পানি ভবনে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান। তিনি জানান, আগামী ৪৮-৭২ ঘণ্টার মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। হবিগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনীর ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে ও ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণেই বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
হবিগঞ্জের খোয়াই নদীর পানি বৃদ্ধি ইতিহাসের সব রেকর্ড অতিক্রম করেছে বলেও উল্লেখ করেন উদয় রায়হান। তিনি জানান, গত ১৭ বছরের মধ্যে এবার এই অঞ্চলের অন্যান্য নদীর পানি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশে বন্যার জন্য দায়ী নয় ত্রিপুরার বাঁধ, দাবি ভারতের
অভিযোগ উঠেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্বাঞ্চলে এমন পরিস্থিতি দেখা দিয়েছে। খোদ ভারতীয় সংবাদমাধ্যমগুলোতেও ভারতের বাঁধ খুলে দেওয়ার খবর প্রকাশ হয়েছে। বিশেষ করে জি-নিউজ জানায়, বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে পানি বৃদ্ধি ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এদিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য অস্বীকার করে দাবি করেছে, বাংলাদেশের বন্যা গোমতির নদীর ওপর নির্মিত ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার কারণে হয়নি।