ঢাকা–কক্সবাজার রুটে আসছে বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২০, ২০২৪, ১২:৫৪ পিএম

ঢাকা–কক্সবাজার রুটে  আসছে  বিশেষ ট্রেন

ছবি: রিপোর্ট ডট লাইভ

ঢাকা–কক্সবাজার রেলপথে চলতি ও আগামী মাসে পাঁচদিন ‘বিশেষ ট্রেন’ চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এই রুটে যাত্রীদের সংখ্যা বাড়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত থেকে চালু হতে যাচ্ছে এই ট্রেন। টানা ছুটির কারণে দেশের নানা প্রান্তের পর্যটকেরা বিশ্বের সবচেয়ে বড় সমুদ্রসৈকত কক্সবাজার ভ্রমনে আসছেন।পর্যটক  বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবেই ট্রেনেও যাত্রীদের চাপ বেড়েছে । আর এই অতিরিক্ত পর্যটকদের চাঁপ সামাল দিতেই এই রুটে বাড়তি পাঁচদিনের ‘বিশেষ ট্রেন’ চালানোর কথা ভেবেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

স্টেশন মাস্টার মোহাম্মদ গোলাম রব্বানী বলেন, "২০, ২৯ ফেব্রুয়ারি এবং ৭ মার্চ বিশেষ ট্রেনটি রাত ১১টায় ঢাকা থেকে ছাড়বে এবং কক্সবাজার পৌঁছাবে পরদিন সকাল ৮টায়। একইভাবে ট্রেনটি আগামী ২৮ ফেব্রুয়ারি ও ৬ মার্চ কক্সবাজার থেকে ছাড়বে এবং ঢাকায় পৌঁছাবে পরদিন ভোর ৪টায়।’

তাঁর তথ্যমতে, বিশেষ ট্রেনটিতে ১৪টি কোচ রয়েছে। যাতে ৪৫০টি শোভন চেয়ার ও ২২০টি এসি চেয়ার রয়েছে। বিশেষ ট্রেনটির টিকিটের মূল্য এ রুটে চলাচল করা অন্য দুইটি ট্রেনের মতোই হবে।

প্রসঙ্গত, কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস ট্রেনে ঢাকা-কক্সবাজার এসি (স্নিগ্ধা) ভাড়া ১ হাজার ৩২৫ টাকা এবং নন-এসি (শোভন চেয়ার) ভাড়া ৬৯৫ টাকা। একই ট্রেনে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ভাড়া (এসি) ৪৭০ টাকা এবং (নন-এসি) ২৫০ টাকা।

কক্সবাজার রেলওয়ে স্টেশন উদ্ভোধনের পর ১ ডিসেম্বর থেকে বিরতিহীন ‘কক্সবাজার এক্সপ্রেস’ চলাচলের মধ্য দিয়ে এই রুটে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু করা হয়। পরে ১০ জানুয়ারি চালু হয় দ্বিতীয় বিরতিহীন আন্তঃনগর ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস।

Link copied!