ছবি: প্রতীকী
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৪৫৮ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৩৮ জনের এবং হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার ৮২৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃতদের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও আরেকজন চট্টগ্রাম বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৮১ জন, ঢাকা বিভাগে ৫৮ জন, ময়মনসিংহে ২২ জন, চট্টগ্রামে ৬২ জন, খুলনায় ৬৫ জন, রাজশাহী বিভাগে ৪৭ জন, রংপুর বিভাগে দুইজন, বরিশাল বিভাগে ২০ জন এবং সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।
এই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮০ হাজার ৫১৮ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৮৭০ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৯ জন; আর ২ হাজার ৩৩১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫০ হাজার ৬৮৭ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ হাজার ১৩৯ জন। এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে, মৃত্যু হয়েছে ১৩৫ জনের। আর নভেম্বরের ২২ দিনে ২৩ হাজার ৯ জন রোগী ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ১২৩ জনের।