আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় চাকরি, বেতন লাখের বেশি

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৪, ১২:২৩ পিএম

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় চাকরি, বেতন লাখের বেশি

ছবি: প্রতীকী

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন কন্ট্রি লা ফেইম (এসিএফ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি কক্সবাজারে ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার—হেলথ, নিউট্রিশন অ্যান্ড সার্ভিলেন্স পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার—হেলথ, নিউট্রিশন অ্যান্ড সার্ভিলেন্স

পদসংখ্যা:

যোগ্যতা ও অভিজ্ঞতা: নিউট্রিশন বিষয়ে স্নাতক ডিগ্রি ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো রিফিউজি ক্যাম্পে নিউট্রিশন প্রোগ্রামে ম্যানেজার পর্যায়ে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এসিএফ বা রিফিউজি ক্যাম্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইএনএ, বিএফইউ–এর কাজ জানতে হবে।

কাজের ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

কর্মস্থল: কক্সবাজার

বেতন: মাসিক বেতন ১,০৭,৫০০ টাকা।

সুযোগ-সুবিধা: উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্যসুবিধা, জীবনবিমা, ২৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি, বছরে এক মাস সবেতন অসুস্থতাজনিত ছুটি, বিয়ে ও সন্তান জন্মের সময় ছুটির সুবিধা রয়েছে।

যেভাবে আবেদন করা যাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৬ নভেম্বর ২০২৪।

Link copied!