সেপ্টেম্বর ১০, ২০২৩, ০২:৫০ এএম
জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য সাউথ এশিয়ান রেজিলিয়েন্স ফান্ড (এসএআরএফ) নামে একটি তহবিল গঠনের প্রস্তাব দেয়া হয়েছে। এ অঞ্চলের আট দেশ নিয়ে ঢাকায় অনুষ্ঠিত আঞ্চলিক জলবায়ু সম্মেলন ২০২৩ এর একটি অধিবেশন থেকে এ প্রস্তাব দেয়া হয়।
ঢাকায় হোটেল শেরাটন গতকাল অনুষ্ঠিত “জলবায়ু তহবিলে প্রবেশে সমতা ও ন্যায্যতা: আন্তর্জাতিক ও আঞ্চলিক পেক্ষাপট” শীর্ষক অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অলাভজনক প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক এম জাকির হোসেন খান।
তিনি তহবিল গঠনের একটি রূপরেখাও উপস্থাপন করেন যার সম্ভাব্য সচিবালয় হবে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড। স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো, কমিউনিটি লেড প্রতিষ্ঠান ও এনজিও গুলোর মাধ্যমে এ অর্থ ব্যয় করা হবে।
আট দেশের সরকার থেকে ৮ জন আর সাত দেশ থেকে জলবায়ু বিশেষজ্ঞ আর সামাজিক প্রতিষ্ঠান মিলিয়ে সাতজনকে নিয়ে ১৫ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠনের কথা বলা হয়েছে। স্বাধীন বিশেষজ্ঞদের নিয়ে একটি প্যানেল গঠনের কথা বলা হয়েছে ।
এখানে অর্থ আসবে বৈশ্বিক জলবায়ু তহবিল (জিসিএফ), দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকগুলো, প্রাইভেট সেক্টরের কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) ফান্ড, বিনিয়োগকারী এবং ব্যাক্তি ও গোষ্ঠীর স্বাধীন অনুদান থেকে।
জীবিকা ও কর্মসংস্থান, জনস্বাস্থ্য, কৃষি, জ্বালানি, কৃষি ও পানি সম্পদ এ ছয়টি থিমেটিক এরিয়া নিয়ে কাজ করবে এ ফান্ড।
এই অধিবেশনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ মনিরুজ্জামান, বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফিন্যান্স বিভাগের পরিচালক চৌধুরী লিয়াকত আলী এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্রফেসর মিজান খান বক্তব্য রাখেন। অধিবেশনটি সঞ্চালন করেন ইউএনডিপি’র জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষজ্ঞ মালিহা মুজাম্মিল।
তিনদিন ব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে ৮ সেপ্টেম্বর আর শেষ হবে ১০ সেপ্টেম্বর।
ক্লাইমেট পার্লামেন্টের বাংলাদেশ চ্যাপ্টার, বেসরকারি সংস্থা দ্য আর্থ এবং অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন সম্মেলনের মূল আয়োজক।