ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’র প্রভাবে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২৩, ০২:৪৭ পিএম

ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’র প্রভাবে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’র প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। 

বুধবার ( ৬ ডিসেম্বর ) সকাল থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের টেকনাফ অঞ্চলের সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। ফলে কক্সবাজার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। 

এ কারণেই বুধবার ( ৬ ডিসেম্বর ) সকাল থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার ( ৫ ডিসেম্বর ) সকালে কেয়ারি সিন্দাবাদ, বার আউলিয়া ও আটলান্টিক জাহাজে করে দ্বীপ ভ্রমণে যান প্রায় ১ হাজার পর্যটক। বিকেলে ৬০০ পর্যটক দ্বীপ ছাড়লেও ৪০০-র মতো পর্যটক দ্বীপে থেকে যান।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন,  দ্বীপের বিভিন্ন হোটেল-মোটেল, রিসোর্ট ও কটেজে চার শতাধিক পর্যটক অবস্থান করছেন বলে তথ্য পাওয়া গেছে। বৈরী আবহাওয়া কাটিয়ে না ওঠা পর্যন্ত তাদের দ্বীপে অবস্থান করতে হবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় এই রুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। দ্বীপে ভ্রমণে যাওয়া পর্যটকেরা সতর্ক সংকেত উঠে গেলে ফিরতে পারবেন।

Link copied!