শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৬ জনে। মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজন ঢাকার। এখন পর্যন্ত মারা যাওয়া ডেঙ্গু রোগীর মধ্যে রাজধানীর ৩৩৮ এবং ঢাকার বাইরের ১ হাজার ১৭৪ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১২ জন। এখন পর্যন্ত ২ লাখ ৯০ হাজার ৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে রাজধানীতে ১ লাখ ৩ হাজার ২২৭ ও ঢাকার বাইরে ১ লাখ ৮৬ হাজার ৮৫৭ জন।
সরকারি হিসাবে অক্টোবরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬৭ হাজার ৭৬৯ জন। সে সময় ডেঙ্গুতে মৃত্যু হয় ৩৫৯ জনের। সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৯ হাজার ৫৯৮ জন। ওই মাসে মৃত্যু হয়েছে ৩৯৬ জনের। আগস্টে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৭১ হাজার ৯৭৬ জন। ওই মাসে মৃত্যু হয়েছে ৩৪২ জনের। জুলাইয়ে হাসপাতালে ভর্তি হন ৪৩ হাজার ৮৫৪ জন রোগী, মৃত্যু হয় ২০৪ জনের।
এ ছাড়া জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে ১ হাজার ৩৬ জন এবং জুনে ৫ হাজার ৯৫৬ রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে জানুয়ারিতে ছয়, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিল ও মে মাসে দু’জন করে এবং জুনে ৩৪ জনের মৃত্যু হয়।
এ বছর ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছিল বর্ষা মৌসুমের আগেই। ভরা বর্ষায় জুলাই মাসে তা ভয়ংকর রূপ নেয়। এর পর থেকে ডেঙ্গু আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতি মাসেই রেকর্ড ভাঙছে।