ডেঙ্গু: দেশের ইতিহাসে চলতি বছর সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৩, ২০২৩, ০৭:৪২ পিএম

ডেঙ্গু: দেশের ইতিহাসে চলতি বছর সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

সংগৃহীত ফাইল ছবি

কোনোভাবেই উন্নতি হচ্ছে না ডেঙ্গু পরিস্থিতির। রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর ‍উপচেপড়া ভিড়। হাসপাতালগুলোর আসন খালি নেই। ফ্লোর ও করিডরেও ডেঙ্গু রোগীদের ভিড়।

ডেঙ্গু জ্বরে  আক্রান্ত হয়ে বৃহস্পতিবার গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২ হাজার ৫৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, বুধবার (২ আগস্ট) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন করে ১০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৮৯ জন।

বৃহস্পতিবার গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে এখন পর্যন্ত ২৮৩ জনের মৃত্যু হলো। ডেঙ্গুতে এই মৃত্যু সংখ্যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ। এর আগে গত বছর ২৮১ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১০১জন ভর্তি হয়েছেন। অন্য  ১ হাজার ৪৮৮ জন ঢাকার বাইরে বিভিন্ন জেলার  হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ২১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে বলেও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদনে আরও  বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ হাজার ৭১৬ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫০ হাজার ২২৩ জন। মোট ভর্তি হওয়াদের মধ্যে মারা গেছেন ২৮৩ জন। এর মধ্যে ঢাকা সিটির ২২৬ জন এবং ঢাকা সিটির বাইরের ৫৭ জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা যান ২৮১ জন।

Link copied!