অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ বাদ!

জাতীয় ডেস্ক

মার্চ ২৯, ২০২৪, ০২:৩৬ পিএম

অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ বাদ!

প্রতীকী ছবি

অ্যানেসথেসিয়ার ব্যবহারসংক্রান্ত জটিলতায় দেশে সম্প্রতি একাধিক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

সরকারিভাবে এসব অভিযোগ আমলে নিয়ে হ্যালোথেনের বদলে অন্য দুটি ওষুধের ব্যবহার নিশ্চিতে নতুন একটি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। নির্দেশনা অনুযায়ী এতদিন ব্যাপক হারে ব্যবহার হয়ে আসা ওষুধ হ্যালোথেনের বদলে অন্য দুটি ওষুধ হলো- আইসোফ্লুরেন ও সেভোফ্লুরেন।

দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে অপারেশন থিয়েটারে ‘ইনহেলেশনাল অ্যানেস্থেটিক’ হিসেবে এই দুই ওষুধ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে হ্যালোথেন ভেপোরাইজারের বদলে আইসোফ্লুরেন ভেপোরাইজার প্রতিস্থাপনের জন্য চাহিদা অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সমস্যা হলো হাসপাতালগুলোতে এসব ওষুধের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, ভেপোরাইজার নেই।

মোট হ্যালোথেন বা আইসোফ্লুরেন ও সেভোফ্লুরেন ভেপোরাইজারের সংখ্যা এবং বিদ্যমান হ্যালোথেন ভেপোরাইজার পরিবর্তন করে আইসোফ্লুরেন ও সেভোফ্লুরেন ভেপোরাইজার প্রতিস্থাপনে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের হিসাব-নিকাশও প্রস্তুত করতে বলেছে স্বাস্থ্য বিভাগ।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন ছাড়া হ্যালোথেন ক্রয়-বিক্রয় ও ব্যবহার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি ও বেসরকারি দুই ধরনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত অবেদনবিদদের এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করতে চায় সরকার। তাই তাদের নিয়ে হ্যালোথেনের বদলে আইসোফ্লুরেন ব্যবহার সংক্রান্ত নির্দেশনা প্রতিপালনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নতুন অ্যানেসথেশিয়া মেশিন কেনার ক্ষেত্রে স্পেসিফিকেশন নির্ধারণে স্পষ্টভাবে আইসোফ্লুরেন ও সেভোফ্লুরেন ভেপোরাইজারের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।

বুধবার (২৭ মার্চ) স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম-সচিব জসীম উদ্দীন হায়দার স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে অ্যানেসথেসিয়ার কারণে বেশ কয়েকজন রোগীর মৃত্যু ও আকস্মিক জটিলতা প্রতিরোধে এবং অ্যানেসথেসিয়ায় ব্যবহৃত ওষুধের গুণগত মান নিশ্চিতে অ্যানেসথেসিয়ায় হ্যালোথেন ব্যবহার ও এর বিকল্প নির্ধারণ জরুরি হয়ে পড়েছে। এছাড়া অ্যানেসথেসিয়াজনিত মৃত্যু ও এর অপপ্রয়োগ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Link copied!