আজ বিশ্ব ক্যান্সার দিবস। আসুন ক্যান্সার সেবায় বৈষম্য দূর করি প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। প্রতিবছর ৪ ফেব্রুয়ারী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। দিনটি ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল নামক একটি বেসরকারি সংস্থার নেতৃত্বে উদযাপন করা হয়। এই সংস্থার সদর দফতর জেনেভায় অবস্থিত, যার ১৭০টির বেশি দেশে প্রায় দুই হাজার সদস্য রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে দ্য গ্লোবাল ক্যানসার অবজারভেটরি ২০২০ সালে কানসার বিষয়ে অনুমিত তথ্য প্রকাশ করে। তাতে বলা হয়েছিলো, দেশে প্রতিবছর দেড় লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়। আর ক্যানসারে প্রতিবছর মারা যায় ১ লাখ ৮ হাজারের বেশি মানুষ। গত সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত প্রথম অসংক্রামক ব্যাধিবিষয়ক জাতীয় সম্মেলনে জানানো হয়, দেশে ২০ লাখ মানুষ ক্যানসারে ভুগছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতি ১০ লাখ মানুষের জন্য একটি পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল থাকা প্রয়োজন। সে হিসাবে বাংলাদেশে ১৭ কোটি মানুষের জন্য ১৭০টি ক্যানসার কেন্দ্রের প্রয়োজন হলেও আছে মাত্র ৩৩টি।
ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের তথ্য বলছে, ক্যান্সার রোগীদের করোনা হওয়ায় ক্যান্সারের চিকিৎসা শেষ না করেই ৩০ শতাংশ রোগী বাড়ি ফিরছেন। গত ১ বছরে যারা মারা গেছেন তাদের ৭৫ শতাংশই ক্যান্সারের চিকিৎসা শেষ করেননি। একইসঙ্গে করোনা আক্রান্ত হাওয়ায় ক্যানসার চিকিৎসা না নেওয়ার অনেকের শরীরে জটিলতা বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধিভুক্ত প্রতিষ্ঠান গ্লোবোক্যানের সর্বশেষ হিসাব বলছে, বাংলাদেশে বর্তমানে ১৫ লাখ ক্যানসার রোগী রয়েছে। বিশ্বব্যাপী প্রতিবছর ৯৬ লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হয়েছে মৃত্যুবরণ করেন।