দেশে সাপের দংশনের সংখ্যা তুলনামূলকভঅবে কমলেও প্রাণহানীর সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে বর্ষাকালে উপজেলা পর্যায়ে এই সংখ্যা অন্য সময়ের চেয়ে অনেক বেশি। দেশে প্রতিদিন গড়ে ২০ জনের মৃত্যু হচ্ছে সাপের কামড়ে। এজন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলো অনেকাংশে দায়ি বলে দাবি করেছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতরের ভাষ্য, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই এন্টি ভেনম সরবরাহ আছে। তবে পার্শ্বপ্রতিক্রিয়ার অজুহাতে রোগীকে ফিরিয়ে দিচ্ছে অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে জেলা সদর হাসপাতালে নিতে নিতেই মারা যায় বেশিরভাগ রোগী।
এবিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক এম এ ফয়েজ গণমাধ্যমকে বলেন, “দেশে সাপের কামড়ের ঘটনা বছরে সাত লাখ থেকে কমে দাঁড়িয়েছে চার লাখে। কিন্তু মৃত্যু ৬ হাজার থেকে বেড়ে হয়েছে সাড়ে ৭ হাজার। অনেক বড় রোগেও বছরে এত মৃত্যু হয় না।”
স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক ও সংক্রামক রোগ বিভাগের পরিচালক অধ্যাপক রোবেদ আমিন এবিষয়ে বলেন, “সাপে কামড়ের ঘটনাগুলোর ৯৫ ভাগই গ্রামে ঘটে। নদীবহুল হওয়ায় খুলনা ও বরিশালে সাপে কামড়ে প্রাণহানী দুই থেকে তিনগুণ বেশি। সবচেয়ে বেশি সাপের কামড়ের ঘটনা ঘটে জুলাই মাসে।“