করোনা পরিস্থিতির উন্নতি হলেও তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখেই আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক দফা বাড়িয়েছে ভারত। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দেশটির আন্তর্জাতিক ফ্লাইট নিয়ন্ত্রক সংস্থা-ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন( ডিজিসিএ)এর এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।এর আগে, গত ২৬ জুন ডিজিসিএ যে সার্কুলার জারি করে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখার কথা বলা হয়েছিল।সেই সময়সীমা বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হল।
তবে এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশসহ কয়েকটি দেশের সঙ্গে দেশটির ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।
এই মুহূর্তে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরাত, ভুটান, ফ্রান্স, বাংলাদেশসহ ২৭টি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তি রয়েছে ভারতের। দু'টি দেশের মধ্যে বিমান পরিবহণের ক্ষেত্রে এ এক সাময়িক বোঝাপড়া। নিয়মিত ফ্লাইট বন্ধ থাকলেও বিশেষ প্রয়োজনে যাতে দু'দেশের যাত্রীরা যাতায়াত করতে পারেন তার জন্য ভারতের সঙ্গে ২৭টি দেশের এয়ার বাবুল চুক্তি রয়েছে।
দেশে করোনার প্রথম ঢেউ আছড়ে পড়ার পরে প্রথমে কিছু দিন চালু থাকলেও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। আসছে পুজো উৎসবের মৌসুমে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই রাজ্যগুলিকে ভিড় নিয়ন্ত্রণ, করোনা-বিধি পালন নিয়ে বিশেষ ভাবে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশেষজ্ঞদের মতে, করোনার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখেই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। তবে পণ্যবাহী বিমান পরিষেবা যেমন চলছিল, তেমনই চলবে বলে জানিয়েছে ডিজিসিএ। বন্দে ভারত মিশন এবং এয়ার বাবল চুক্তির মাধ্যমে যে দেশগুলির সঙ্গে সীমিত সংখ্যক উড়ান পরিষেবা চালু আছে, তা-ও বহাল থাকবে।