অস্ট্রেলিয়ায় ‘সন্ত্রাসী সংগঠনের’ তালিকায় এবার হামাস

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২২, ০৯:২৭ এএম

অস্ট্রেলিয়ায় ‘সন্ত্রাসী সংগঠনের’ তালিকায় এবার হামাস

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভূক্ত করেছে অস্ট্রেলিয়া। আগামি এপ্রিল মাস থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করবে দেশটির সরকার। ইসরায়েল এই সিদ্ধান্ততে স্বাগত জানালেও হামাস তীব্র নিন্দা জানিয়েছে। বৃহস্পতিবার কাতারভিত্তিক গণমাধ্যম। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কারেন অ্যান্ড্রুস এক বিবৃতিতে বলেন, ‘আজকে তালিকাভুক্ত হামাস ও সহিংস চরমপন্থী গোষ্ঠীগুলির দৃষ্টিভঙ্গি গভীর উদ্বেগজনক এবং তাদের বিদ্বেষপূর্ণ মতাদর্শের জন্য অস্ট্রেলিয়ায় কোনও স্থান নেই।”

তিনি আরও বলেন, “আমাদের আইন শুধুমাত্র সন্ত্রাসী কর্মকান্ড ও সন্ত্রাসীদেরই নয়, সেইসব সংগঠনকেও লক্ষ্য করে যারা এসব কাজের পরিকল্পনা করে, অর্থায়ন করে ও পরিচালনা করে।”

হামাসের নিন্দা

অস্ট্রেলিয়া সরকারের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন হামাস। হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, “এই পদক্ষেপ ইসরায়েলের প্রতি স্পষ্ট পক্ষপাতের বিষয়টিই ইঙ্গিত করছে। এই তালিকা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটি ইসরায়েলের দখলদারিত্ব প্রতিরোধে ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় বাধা হয়ে দাঁড়াবে।”

হামাস একটি জাতীয় মুক্তি আন্দোলন যা আন্তর্জাতিক আইন, রেজুলেশন এবং মানবিক চুক্তি অনুযায়ী দখলদারিত্বকে প্রতিরোধ করে আসছে জানিয়ে হামাসের মুখপাত্র আরও বলেন, “ যাদেরকে সন্ত্রাসী হিসেবে শ্রেণীবদ্ধ করা উচিত তারা হচ্ছে ইসরায়েলি দখলদাররা। তারা ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করছে এবং আন্তর্জাতিক, মানবিক আইন ও চুক্তি লঙ্ঘন করছে।”

ইসরায়েলের সন্তোষ প্রকাশ

এদিকে, হামাসকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভূক্ত করার সাধুবাদ জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক বিবৃতিতে জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরদ্ধে বৈশ্বিক লড়াইয়ে এটি অস্ট্রেলিয়া সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়া সরকার এর আগে ২০০৩ সালে হামাসের সামরিক শাখা আল-কাসিম ব্রিগেডকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছিল। এবার পুরো হামাসকেই এই তালিকার অর্ন্তভুক্ত করলো অস্ট্রেলিয়া। আগামী এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ হামাসকে অর্থায়ন বা অন্যান্য সহায়তা প্রদানের উপর বিধিনিষেধ আরোপ করেছে। এ সংক্রান্ত অপরাধের জন্য ২৪ বছরের কারাদণ্ড হতে পারে।

হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভূক্ত করায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাতারে চলে এসেছে অস্ট্রেলিয়া। সর্বশেষ গত বছর হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তকমা দিয়ে নিষিদ্ধ করে যুক্তরাজ্য।

ফিলিস্তিনের এই গোষ্ঠী ২০০৭ সাল থেকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে আসছে।  গত বছরের মে মাসে গাজায় ইসরায়েলি হামলা অন্তত ২৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়। এদের মধ্যে ৬৬ শিশু ছিল। এছাড়া আহত হয়েছে আরও এক হাজার ৯০০ জন। 

Link copied!