মিয়ানমার: জলবিদ্যুৎ প্রকল্পের কাজ বন্ধ ফরাসি কোম্পানির

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২২, ২০২১, ১০:২৮ এএম

মিয়ানমার: জলবিদ্যুৎ প্রকল্পের কাজ বন্ধ ফরাসি কোম্পানির

মিয়ানমারে জান্তা বিরোধী বিক্ষোভকারীদের ওপর বর্বর হামলার প্রতিবাদে ফ্রান্সের ইলেক্ট্রিসিটি ডি ফ্রান্স (ইডিএফ) নামক একটি জ্বালানি কোম্পানি মিয়ানমারে চলমান কাজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।ইডিএফ জ্বালানি খাতে ফ্রান্সের অন্যতম বৃহৎ কোম্পানি।

মিয়ানমারের শান রাজ্যে শেলি-৩ নামের ওই জলবিদ্যুৎ প্রকল্পে উন্নয়ন কাজ করছিলো ইডিএফ। সাব কন্ট্রাক্টরদের কাজও স্থগিত করা হয়েছে। ইডিএফের নেতৃত্বে প্রকল্পটিতে আরো যুক্ত রয়েছ জাপানের মারুবেনী কর্প ও স্থানীয় আইয়ার হিন্থার হোল্ডিংস কোং লিমিটেড। এখান থেকে ৬৭১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা ছিলো, প্রকল্পটির আনুমানিক ব্যয় ১৫০ কোটি ডলার।

ইতোমধ্যে ইডিএফ তাদের এই সিদ্ধান্তের কথা মানবাধিকার সংস্থাগুলোকে জানিয়েছে। মিয়ানমারের মানবাধিকার সংগঠনগুলো ইডিএফ-এর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। ওই দিন অং সান সু চিসহ দেশটির শীর্ষস্থানীয় বেশিরভাগ রাজনৈতিক নেতাকে আটক করে জান্তা বাহিনী। এরপরই বিক্ষোভে নামে দেশের মুক্তিকামী জনগণ। মিয়ানমারে এ পর্যন্ত জান্তাবিরোধী বিক্ষোভ-সহিংসতায় অন্তত ২৪০ জন নিহত হয়েছেন।

গণতন্ত্রকামী আন্দোলনকারীদের ওপর এমন দমন-পীড়নে আন্তর্জাতিকভাবেও বেশ চাপে রয়েছে মিয়ানমারের সামরিক সরকার। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো দেশগুলোর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞায় জর্জরিত হয়েছে তারা।

সূত্র: ইরাবতী।

Link copied!