গাজা সীমান্তে ৩৫ ব্যাটালিয়ন সৈন্য মোতায়েন করলো ইসরায়েল সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১১, ২০২৩, ০২:২৭ এএম

গাজা সীমান্তে ৩৫ ব্যাটালিয়ন সৈন্য মোতায়েন করলো ইসরায়েল সেনাবাহিনী

জরুরি ভিত্তিতে ইউরোপ থেকে সামরিক বাহিনীর রিজার্ভ সদস্যদের ফিরিয়ে আনা হচ্ছে।

ইসরায়েলের সামরিক মুখপাত্র রিচার্ড হেশট বলেছেন, সামরিক বাহিনী ‌‍‍`ভবিষ্যত অভিযানের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করছে‍‍` এবং গাজা সীমান্তে ৩৫টি ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। 

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

প্রতিটি ব্যাটালিয়ন শত শত সৈন্য নিয়ে গঠিত। ধারণা করা হচ্ছে গত শনিবার ঘটে যাওয়া ভয়াবহ হামলার জবাবে ইসরায়েল গাজায় একটি বড় পরিসরে স্থল অভিযান শুরু করবে। 

ইসরায়েলি বিমান বাহিনী জানিয়েছে, জরুরি ভিত্তিতে ইউরোপ থেকে সামরিক বাহিনীর রিজার্ভ সদস্যদের ফিরিয়ে আনা হচ্ছে।

গতকাল সোমবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় বিমান হামলা কেবল ‘শুরু মাত্র’।

ইসরায়েল–ফিলিস্তিন সংঘাতের আজ চতুর্থ দিন। গত শনিবার বিমান ও স্থলপথে ইসরায়েলের ওপর হামলা চালায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাস। এরপর থেকে লাগাতার লড়াই চলছে । হামাসের অতর্কিত হামলার প্রতিশোধে ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে। যুদ্ধে উভয় পক্ষের মৃতের সংখ্যা প্রায় ১ হাজার ৬০০–তে এসে দাঁড়িয়েছে।

Link copied!